কলকাতা, 15 মে: নতুন মরশুমে ভারতেই খেলবেন । তবে সবুজ-মেরুন নয় । বরং অন্য দলের জার্সিতে খেলার জোরালো ইঙ্গিত দিলেন জোসেবা বেইতিয়া । তা হলেও মোহনবাগানকে তিনি ভুলতে পারবেন না । ভবিষ্যতে সুযোগ পেলে ফের সবুজ মেরুন জার্সি পরার ইচ্ছেপ্রকাশ করেছেন স্প্যানিশ মিডফিল্ডার ।
এই মুহূর্তে স্পেনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বেইতিয়া । এখন সেখানকার অবস্থা অনেকটাই স্বাভাবিক । তাই বাড়ির বাইরে বেরিয়ে জগিং করার অনুমতি মিলেছে । স্বাভাবিক জীবনে ফেরার এই ইঙ্গিত মিলতেই নতুন মরশুমে নিজের ভবিষ্যৎ ঠিক করতে শুরু করেছেন মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার । তিনি জানিয়েছেন, "আমার সঙ্গে মোহনবাগানের তরফে যোগাযোগ করা হয়নি । এতে আমার কোনও ক্ষোভ নেই । এখনও নতুন মরশুমের দল নিয়ে কোনও কিছুই ঠিক করিনি । সদ্য শেষ হওয়া মরশুমটা আমাদের কাছে একটা দারুণ অভিজ্ঞতা । দল ভালো পারফরম্যান্স করেছে, চ্যাম্পিয়ন হয়েছে । ফুটবল এবং জীবন হল এরকমই । এই নিয়ে আমার কোনও দুঃখ নেই । আমি আমার কাজ করেছি মাত্র ।"