পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হাবাসের প্রথম একাদশে জায়গা করে নিতে চান জবি জাস্টিন - আন্তেনিও লোপেজ হাবাস

কেরালার স্ট্রাইকার প্রথম বছরেই আন্তেনিও লোপেজ হাবাসের দলের ভরসার কেন্দ্রে পৌঁছেছেন বলা যাবে না । তবে তাঁর উপর যে স্প্যানিশ কোচের আস্থা রয়েছে তা নতুন মরশুমের দল গঠনে প্রমাণিত । লাল-সাদা জার্সিতে দশটি ম্যাচে সুযোগ পেয়ে মাত্র একটি গোল করেছিলেন । আগামী মরশুমে পিছন ফিরে তাকাতে চান না ।

জবি জাস্টিন
জবি জাস্টিন

By

Published : Aug 31, 2020, 6:43 AM IST

কলকাতা, 30 অগাস্ট : ইস্টবেঙ্গল জার্সিতে দুরন্ত মরশুম কাটিয়েছিলেন জবি জাস্টিন । তারপর ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিতে ATK-তে যোগ দিয়েছিলেন ৷

কেরালার স্ট্রাইকার প্রথম বছরেই আন্তেনিও লোপেজ হাবাসের দলের ভরসার কেন্দ্রে পৌঁছেছেন বলা যাবে না । তবে তাঁর উপর যে স্প্যানিশ কোচের আস্থা রয়েছে তা নতুন মরশুমের দল গঠনে প্রমাণিত । লাল-সাদা জার্সিতে দশটি ম্যাচে সুযোগ পেয়ে মাত্র একটি গোল করেছিলেন । আগামী মরশুমে পিছন ফিরে তাকাতে চান না । বরং সবুজ-মেরুন জার্সিতে নতুন ভাবে ISL-এ নিজেকে মেলে ধরতে চান ৷

সেই ভাবনা থেকে ATK মোহনবাগানের স্ট্রাইকার বলেন, ‘‘সবুজ মেরুন জার্সি পরার সুযোগ আমার কাছে স্বপ্নপূরণের সমান ।’’ গত মরশুমে ATK FC-র আক্রমণভাগ ছিল অন্যতম সেরা । রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসের স্কোরিং বুটের ক্ষিপ্রতা ATK-র ISL চ্যাম্পিয়ন হওয়ার কাজটা সহজ করে দিয়েছিল । সেই দলের আক্রমণভাগে জায়গা পাওয়া কঠিন এবং চ্যালেঞ্জিং ।

জবি জাস্টিন বলছেন, ‘‘একজন ভারতীয় ফুটবলার হিসেবে বড় ক্লাবে খেলা স্বপ্ন । এই মরশুমে আমি ATK মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি পরে খেলব যা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মত ঘটনা । এই সুযোগ পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবান মনে হয় । আমি এখন দিন গুনছি ।’’ আন্তেনিও লোপেজ হাবাসের অধীনে খেলার সুযোগ পাওয়াকে বড় প্রাপ্তি বলছেন জবি । তাঁর মতে, ‘‘হাবাসের কোচিংয়ে এই দলে খেলার সুযোগ একটি বিরাট শিক্ষা । বিভিন্ন পজ়িশনে আমি খেলেছি যা আমার খেলায় বাড়তি মাত্রা যোগ করেছে ।’’

দুই বছরের চুক্তিতে ATK মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর 26 বছরের ভারতীয় স্ট্রাইকারের প্রধান লক্ষ্য প্রথম একাদশে জায়গা করে নেওয়া । তিনি বলেন, ‘‘অনুশীলনে আমি কোচের নজর কাড়তে চাই । AFC কাপ সহ অনেক ম্যাচ রয়েছে এই মরশুমে । আমি দলকে সাহায্য করতে চাই । ফের প্র্যাকটিসে ফেরার জন্য মুখিয়ে রয়েছি’’ । ISL ট্রফি হাতে তোলার মুহূর্তকে অকল্পনীয় বলে বর্ণনা করেছেন এই ভারতীয় স্ট্রাইকার । নতুন মরশুমেও একই অভিজ্ঞতার স্বাদ পেতে চান জবি জাস্টিন ।

ABOUT THE AUTHOR

...view details