পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নির্বাসিত জোবি জাস্টিন, রিয়াল কাশ্মীর ম্যাচের আগে অস্বস্তিতে ইস্টবেঙ্গল

শাস্তির কবলে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার জোবি জাস্টিন। ইস্টবেঙ্গল স্ট্রাইকারকে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি আপাতত নির্বাসিত থাকার শাস্তি দিয়েছে। তিনি বৃহস্পতিবার দিল্লিতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না।

jobi justin

By

Published : Feb 26, 2019, 11:21 PM IST

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : শাস্তির কবলে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার জোবি জাস্টিন। আইজ়ল FC ম্যাচে ৬৮ মিনিটে লাল হলুদ স্ট্রাইকার প্রতিপক্ষ ফুটবলার করিমের ধাক্কায় পড়ে যান। রেফারি করিমকে দ্বিতীয়বার হলুদ কার্ড ও লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন। রেফারিকে সেসময় কিছু বলার চেষ্টা করেছিলেন জোবি জাস্টিন। কিন্তু সেসময় বিষয়টি পরিষ্কার হয়নি। পরে টিভি ক্যামেরায় দেখা যায় জোবি জাস্টিন থুতু দিয়েছেন। যা দেখে ইস্টবেঙ্গল স্ট্রাইকারকে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি আপাতত নির্বাসিত থাকার শাস্তি দিয়েছে। ফলে তিনি বৃহস্পতিবার দিল্লিতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না।

আপাত নির্বাসনে গেলেও জোবি জাস্টিনের সমস্যা শেষ হচ্ছে না। তদন্তে দোষ প্রমাণিত হলে ইস্টবেঙ্গলের কেরালিয়ান স্ট্রাইকারকে ছয় ম্যাচের জন্য নির্বাসিত হতে হবে। সঙ্গে আর্থিক জরিমানাও হতে পারে। তা যদি হয় জোবি জাস্টিন সোমবারই লাল হলুদ জার্সিতে এই মরশুমের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। কোয়েস ইস্টবেঙ্গলের CEO সঞ্জিত সেন জানিয়েছেন, তাঁরা ফেডারেশনের নির্দেশ পেয়েছেন। ৩ মার্চ উষানাথ ব্যানার্জির সভাপতিত্বে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি বৈঠকে বসবে।

আইজ়ল FC-র বিরুদ্ধে ড্র করার সঙ্গেই ইস্টবেঙ্গলের আইলিগের খেতাব জয়ের সম্ভাবনা খাতায় কলমে বেঁচে রয়েছে। আজ সকালে প্র্যাকটিস করে লাল হলুদ ব্রিগেড দিল্লি উড়ে গেছে। আজ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া দলের দুই ফুটবলার চুলোভা ও লালরিন ডিকাকে ভর্ৎসনা করেছেন। কারণ এই দুই ফুটবলারকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা তাঁরা পালন করতে পারেননি বলে লাল হলুদ কোচ মনে করেছেন।

ইস্টবেঙ্গল কোচের বড় ধাক্কা জোবি জাস্টিনের শাস্তির কবলে পড়া। কারণ নতুন করে আক্রমণভাগকে সাজাতে হবে। যদিও বলা হয়েছে যোগ্য পরিবর্ত দলে রয়েছে। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল দুই নম্বরে। লাল হলুদ কোচ বলেছেন, আইজ়লের সঙ্গে ড্র করে খেতাবের সম্ভাবনা কার্যত শেষ হলেও তাঁরা আগামী তিনটে ম্যাচ থেকে পুরো পয়েন্টের জন্য ঝাঁপাবেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details