পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কেরালা ব্লাস্টার্স নয়, নতুন মরশুমে ATK-তেই থাকছেন জবি জাস্টিন - Jobby Justine will be play for ATK

শোনা যাচ্ছিল, নতুন মরশুমে ATK-র লাল-সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে । কারণ কেরালা ব্লাস্টার্সের মেন ইন ইয়েলো ব্রিগেডে থাকবেন তিনি । কিন্তু সেই সব জল্পান উড়িয়ে দিয়ে নতুন মরশুমে ATK-র হয়েই খেলবেন বলে জানালেন 26 বছর বয়সি জবি জাস্টিন ।

Jobby Justine
জবি জাস্টিন

By

Published : May 12, 2020, 12:35 PM IST

কলকাতা, 12 মে : লকডাউনে নিজের রাজ্য কেরালার তিরুবনন্তপুরমেই ঘরন্দী রয়েছেন ATK-র স্ট্রাইকার জবি জাস্টিন । তবে, ফিটনেস ট্রেনিংয়ে কোনওরকম খামতি রাখছেন না । সম্প্রতি তাঁর ATK ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয় । শোনা যাচ্ছিল, নতুন মরশুমে ATK-র লাল-সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে । কারণ কেরালা ব্লাস্টার্সের মেন ইন ইয়েলো ব্রিগেডে থাকবেন তিনি । কিন্তু সেই সব জল্পান উড়িয়ে দিয়ে নতুন মরশুমে ATK-র হয়েই খেলবেন বলে জানালেন 26 বছর বয়সি এই ভারতীয় স্ট্রাইকার ।

আই লিগ জয়ী দলের স্প্যানিশ কোচ কিবু ভিকুনাকে ইতিমধ্যেই দলের দায়িত্ব দিয়েছে মেন ইন ইয়েলো ব্রিগেড । এখন শক্তিশালী দল গড়ায় মনোনিবেশ করেছেন তিনি । আর সেই কাজে জবি জাস্টিনকে নিজের সেনাদলের সৈনিক করতে চাইছেন ভিকুনা । তাই নতুন মরশুমে জবি জাস্টিনকে ইয়েলো ব্রিগেডে দেখা যাবে বলে সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু নতুন দলে নয়, নতুন মরশুমে পুরানো দলেই নতুনভাবে ফিরে আসার চেষ্টা করতে চান জবি জাস্টিন ।

ISL চ্যাম্পিয়ন ATK । কিন্তু তার প্রথম একাদশে সেভাবে খেলার সুযোগ পাননি কেরালার এই স্ট্রাইকার । দলের হয়ে একটি গোল করেছেন । আর একটি গোল করতে অন্য খেলোয়াড়কে সাহায্য করেছেন । এর বাইরে সেভাবে মাঠে জবি জাস্টিনের ক্যারিশ্মা দেখতে পাওয়া যায়নি । তাই নতুন মরশুমে দলে নতুনভাবে ফিরে আসার চেষ্টা করতে চান তিনি ।

অন্যদিকে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেন তিনি । এই বছর ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মোহনবাগান । ফলে সেদিক থেকে কলকাতার দুই প্রধান দলের হয়ে খেলার সুযোগ হারাতে চান না জবি জাস্টিন ।

ABOUT THE AUTHOR

...view details