পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Bengal Jersey Controversy : সন্তোষে অসন্তোষ বাংলা শিবিরে, জয়েও কাঁটা জার্সি বিতর্ক - সন্তোষ ট্রফি

আর্থিক পৃষ্ঠপোষকতা এবং লগ্নিকারীর দাবি সত্ত্বেও কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের জার্সির রং এখনও অটুট। জার্সির নকশা বদল হয়েছে কিন্তু মূল রং অপরিবর্তিত। সেখানে বাংলার জার্সির রং বদল ঘিরে স্বভাবতই তরজা শুরু ৷

Bengal Jersey Controversy
সন্তোষে অসন্তোষ বাংলা শিবিরে, জয়েও কাঁটা জার্সি বিতর্ক

By

Published : Nov 22, 2021, 11:05 PM IST

কলকাতা, 22 নভেম্বর : জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করেও বিতর্ক বাংলা শিবিরে। এবার বিতর্কের কেন্দ্রে বাংলা দলের জার্সির রং। কল্যাণী স্টেডিয়ামে রবিবার মহীতোষ-ফারদিনরা খেলতে নেমেছিলেন নীল সাদা জার্সি গায়ে চাপিয়ে। ঐতিহ্য়ের হলুদ-মেরুন জার্সি পরে রেকর্ড 32 বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা ৷ রানার্স 13 বার। প্রথম বছর কলকাতাতেই দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা । সেই ঐতিহ্যপূর্ণ জার্সির রং আইএফএ বদল করে ফেলায় শুরু বিতর্ক ।

আর্থিক পৃষ্ঠপোষকতা এবং লগ্নিকারীর দাবি সত্ত্বেও কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের জার্সির রং এখনও অটুট। জার্সির নকশা বদল হয়েছে কিন্তু মূল রং অপরিবর্তিত। সেখানে বাংলার জার্সির রং বদল ঘিরে স্বভাবতই তরজা শুরু ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'খেলা হবে' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার নতুন জার্সি তুলে দিয়েছিলেন আইএফএ সচিব। কিন্তু কী এমন ঘটল যে বাংলার জার্সির রং বদল করতে হল ?

আরও পড়ুন : Derby Countdown : জামশেদপুর ম্য়াচ দেখে ইস্টবেঙ্গলকে পরখ করে নিলেন কৃষ্ণারা

আইএফএ সচিব বলছেন, "এই সিদ্ধান্ত আমাদের নিজস্ব। আমরা পদাধিকারীরা মিলে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি। আধুনিকতা নিয়ে আসতেই এই পদক্ষেপ। একটা সাদা রং বেশি। অপরটায় নীল রং।তবে কোনও চাপ বা পরামর্শ নিয়ে এটা করা হয়নি।" প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্য়ায় বলছেন, "কী কারণে বদল হয়েছে বলতে পারব না। হয়তো আধুনিকতার কথা ভেবে করা হয়েছে। তবে জার্সির চেয়েও খেলাটা জরুরি। সেটা ভাল হচ্ছে কি? এবার চ্যাম্পিয়ন না হতে পারলে আমরা পিছিয়ে পড়ব।"

ABOUT THE AUTHOR

...view details