কলকাতা, 22 নভেম্বর : জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করেও বিতর্ক বাংলা শিবিরে। এবার বিতর্কের কেন্দ্রে বাংলা দলের জার্সির রং। কল্যাণী স্টেডিয়ামে রবিবার মহীতোষ-ফারদিনরা খেলতে নেমেছিলেন নীল সাদা জার্সি গায়ে চাপিয়ে। ঐতিহ্য়ের হলুদ-মেরুন জার্সি পরে রেকর্ড 32 বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা ৷ রানার্স 13 বার। প্রথম বছর কলকাতাতেই দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা । সেই ঐতিহ্যপূর্ণ জার্সির রং আইএফএ বদল করে ফেলায় শুরু বিতর্ক ।
আর্থিক পৃষ্ঠপোষকতা এবং লগ্নিকারীর দাবি সত্ত্বেও কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের জার্সির রং এখনও অটুট। জার্সির নকশা বদল হয়েছে কিন্তু মূল রং অপরিবর্তিত। সেখানে বাংলার জার্সির রং বদল ঘিরে স্বভাবতই তরজা শুরু ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'খেলা হবে' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার নতুন জার্সি তুলে দিয়েছিলেন আইএফএ সচিব। কিন্তু কী এমন ঘটল যে বাংলার জার্সির রং বদল করতে হল ?