কলকাতা, 28 সেপ্টেম্বর : ISL -এর মঞ্চে ইস্টবেঙ্গলের যোগদানের খবর চূড়ান্ত হতেই লাল হলুদে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি জানালেন জেজে লালপেকলুয়া । 29 বছর বয়সি মিজ়োরামের স্ট্রাইকার এর আগে চেন্নাইয়িন FC-র হয়ে দুবার ISL জিতেছেন ।
ইস্টবেঙ্গলের প্রস্তাবে রাজি, কলকাতা ময়দানে প্রত্যাবর্তন জেজের - ISL
2015 এবং 2017-18 মরশুমে ISL চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও মোহনবাগানের হয়ে 2016 সালে ফেডারেশন কাপ এবং 2014-15 মরশুমে আই লিগ জিতেছিলেন জেজে ।
2015 এবং 2017-18 মরশুমে ISL চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও মোহনবাগানের হয়ে 2016 সালে ফেডারেশন কাপ এবং 2014-15 মরশুমে আই লিগ জিতেছিলেন জেজে । সেদিক থেকে ইস্টবেঙ্গলের চুক্তিতে তাঁর সম্মতি আদতে কলকাতা ময়দানে জেজের প্রত্যাবর্তন । বাইচুং পরবর্তী সময়ে সুনীল ছেত্রী এবং জেজে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা গোলগেটার । কিন্তু গত মরশুমে জেজে হাঁটুর চোটে কাবু হয়ে মাঠের বাইরে ছিলেন । তাঁকে ভারতীয় দলের প্রাক বিশ্বকাপ এবং 2023 সালের AFC এশিয়ান কাপের সম্ভাব্য দলে রাখা হয়েছে । গতবছর চোটের জন্য ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ তাঁকে কিংস কাপের দল থেকে বাদ দিয়েছিলেন । গতবছরের জানুয়ারি মাসে শেষবার জাতীয় দলের জার্সি পরেছিলেন জেজে ।
2017 সালের পর ফেডারেশন এ বছর জেজের নাম অর্জুন সম্মানের জন্য পাঠালেও তা মঞ্জুর হয়নি । চলতি বছরে অর্জুন সম্মান পেয়েছেন সন্দেশ ঝিঙ্গান । মোহনবাগানের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে চেন্নাইয়িন FC -তে সই করেছিলেন । ভারতীয় দলের হয়ে 56টি ম্যাচে 23টি গোল রয়েছে জেজের । মোহনবাগানে খেলা ছাড়াও পুনে FC, পৈলান, অ্যারোজ, ডেম্পোতে খেলেছেন ।