পানাজি, 6 ডিসেম্বর : ডার্বির পরে জোড়া হার, লণ্ডভণ্ড হাবাসের সাজানো বাগান । মুম্বই সিটি এফসি-র পরে জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও হারল হাবাসের ছেলেরা (Jamshedpur fc beats ATK Mohun Bagan) । 2-1 গোলে হেরে লিগ তালিকায় পাঁচ নম্বরে নেমে গেলেন রয় কৃষ্ণারা । জামশেদপুর এফসি-র হয়ে গোল করেন লেন এবং অ্যালেক্স । মোহনবাগানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন প্রীতম কোটাল ।
ট্রেভর জেমস মর্গ্যানের কোচিংয়ে লাল-হলুদ জার্সিতে প্রতিশ্রুতিমান ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন লেন ৷ ফলে কলকাতা ময়দানে তিনি পরিচিত নাম ৷ এদিন ম্যাচের 37 মিনিটের মাথায় জোরাল শটে জামশেদপুর এফসি-কে এগিয়ে দেন তিনি । তারপরে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেও জামশেদপুরের আক্রমণভাগ গোটা ম্যাচেই সচল থাকল । যার ফল, 84 মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা অ্যালেক্স লিমার দলের হয়ে ব্যবধান বাড়ান ।