পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডার্বি জয়ে ফুটবলারদের অভিনন্দন সঞ্জীব-সৃঞ্জয়ের - সঞ্জীব গোয়েঙ্কা

এটিকে-মোহনবাগান জিততেই উচ্ছাসে ফেটে পড়েন সবুজ-মেরুন সমর্থকরা। দলের জয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা৷

ATK
ATK

By

Published : Nov 27, 2020, 10:50 PM IST

কলকাতা, 27 নভেম্বর : ডার্বি জয়ের আনন্দ কলকাতার মোহনবাগান সমর্থকদের। ISL-র হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ISL-র বল গড়ানো থেকে চড়তে শুরু করেছিল। গোয়ায় ম্যাচ। কোরোনার আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার আয়োজন। তা সত্ত্বেও গোয়ায় না যেতে পারার আক্ষেপ, দুই দলের সমর্থকরা টিভিতে চোখ রেখে মিটিয়ে ছিলেন। আন্তেনিও লোপেজ হাবাস এবং রবি ফাওলার দুজনেই সাবধানতার মোড়কে শুরু করেছিলেন। অন্যদিকে, মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস বলেন, "আইএসএলে র ইতিহাসে প্রথম ডার্বি জয়ী হিসেবে এটিকে মোহনবাগানের নাম লেখা থাকবে।এটা সত্যিই আনন্দের। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। তবে সবে প্রতিযোগিতা শুরু হয়েছে। অনেক পথ চলা বাকি।এই জয় আমাদের যে গাঁটছড়া হয়েছে তা নিয়েও সদস্য সমর্থকদের আস্থা বাড়াবে। দেবাশিসদা ওখানে আছেন। ফুটবলারদের বার্তা দেওয়ার ব্যাপারটি তিনি দেখবেন। তবে এই জয়ে আমরা খুশি,কোনও সন্দেহ নেই ।"

এটিকে-মোহনবাগান দ্বিতীয় ম্যাচে নামলেও ইস্টবেঙ্গলের ডার্বি ছিল ISL-র প্রথম ম্যাচ। ফলে প্রতিপক্ষকে মেপে পয়েন্ট পেতে চেয়েছিলেন ফাওলার। কিন্তু গোলমুখে স্ট্রাইকারের অভাব এবংডিফেন্ডারদের ক্ষণিকের ভুলে পরাজিত লাল হলুদ। বিরতির পর শুরুতেই রয় কৃষ্ণের দুরন্ত গোলে এগিয়ে যেতেই প্রতি আক্রমণ নির্ভর ছক আকড়ে ধরেন হাবাস। তা যে ভুল ছিল না তার পরিবর্ত হিসেবে মাঠে নামা মনবীর সিংয়ের গোলে প্রমাণিত।


এটিকে-মোহনবাগান জিততেই উচ্ছাসে ফেটে পড়েন সবুজ মেরুন সমর্থকরা। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা দলের জয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলেছেন,"এটিকে-মোহনবাগানের পক্ষে ডার্বির ফলাফল যাওয়ায় তিনি আনন্দিত। কোচ এবং ফুটবলারদের কঠিন পরিশ্রমের ফসল এই জয়।সমর্থকরা যেভাবে পাশে থেকেছেন এবং বিশ্বাস রেখেছেন তার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।"

ABOUT THE AUTHOR

...view details