পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EURO 2020: লোকাতেলির জোড়া গোল, নকআউটে আজুরিরা - ইউরো 2020-র নকআউট পর্যায়ে পৌঁছে গেল ইতালি

ম্যাচের শুরু থেকেই নিজেদের চিরাচরিত রক্ষণাত্মক ফর্মেশন ছেড়ে বারবার আক্রমণে উঠতে দেখা যায় ইতালিকে ৷ জর্জিও চিয়ালিনির একটি গোল বাতিল হয়ে না গেলে, প্রথম 20 মিনিটেই এগিয়ে যেতে পারত ইতালি ৷ যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আজুরিদের ৷ ডোমিনেকো বেরারডির ক্রস থেকে সহজেই সুইৎজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন লোকাতেলি ৷

নকআউটে আজুরিরা
নকআউটে আজুরিরা

By

Published : Jun 17, 2021, 7:03 AM IST

রোম, 17 জুন : প্রথম দল হিসেবে ইউরো 2020-র নকআউট পর্যায়ে পৌঁছে গেল ইতালি ৷ গ্রুপ এ-র ম্যাচে সুইৎজারল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ৷ জোড়া গোল ম্যানুয়েল লোকাতেলির ৷

এই ম্যাচে খেলতে নামার আগে রবার্তো মানচিনির দল সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে টানা 9টি ম্যাচে জয় তুলে নিয়েছিল ৷ এবং এই 9 ম্যাচে একটিও গোল খায়নি ইতালি ৷ এছাড়া 2020 সালের নভেম্বরের পর থেকে টানা 28টি ম্যাচ হারের মুখ দেখেনি আজুরিরা ৷ শেষবার তাঁরা উয়েফা নেশনস লিগে পর্তুগালের কাছে 1-0 গোলে হারে ৷

ম্যাচের শুরু থেকেই নিজেদের চিরাচরিত রক্ষণাত্মক ফর্মেশন ছেড়ে বারবার আক্রমণে উঠতে দেখা যায় ইতালিকে ৷ জর্জিও চিয়ালিনির একটি গোল বাতিল হয়ে না গেলে, প্রথম 20 মিনিটেই এগিয়ে যেতে পারত ইতালি ৷ যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আজুরিদের ৷ ডোমিনেকো বেরারডির ক্রস থেকে সহজেই সুইৎজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন লোকাতেলি ৷

এরপর একাধিক বার চেষ্টা করে সুইৎজারল্যান্ড ৷ কিন্তু ইতালির পাথরের ন্যায় ডিফেন্স ভাঙতে পারেনি তাঁরা ৷ প্রথমার্ধ শেষ হয় 1-0 ভাবেই ৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল করেন লোকাতেলি ৷ পেনাল্টি এরিয়ার উপর থেকে বাঁ-পায়ে লোকাতেলির শট আটকানোর কোনও উপায় ছিল না সুইৎজারল্যান্ড গোলরক্ষক ইয়ান সোমারের ৷

সুইৎজারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সিরো ইমমোবিল ৷ খেলা নির্ধারিত সময়ের ঠিক আগে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে দুরন্ত শটে গোল করে যান তিনি ৷ এই নিয়ে গ্রুপের দুটি ম্যাচে মোট 6টি গোল করল আজুরিরা ৷

ম্যাচের পর ইতালি ম্যানেজার মানচিনি বলেন, ‘‘আমরা যেকোনও মূল্যে ম্যাচটি জিততে চেয়েছিলাম ৷ এটি নিসন্দেহে একটি কঠিন ম্যাচ ছিল ৷ আমরা দ্বিতীয় গোলটি একটু আগেই করতে পারতাম ৷ কিন্তু দিনের শেষে আমরা জয় তুলে নিতে পেরেছি ৷ এটা শেষ পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় ম্যাচ ৷ ছেলেরা কঠিন পরিশ্রম করেছে ৷’’

আরও পড়ুন : ISL 2021-22 : মহানগরীতে এবার দেশের সর্বোচ্চ লিগ ? এফএসডিএলের বৈঠকে ইঙ্গিত

তিনি আরও বলেন, ‘‘ফ্রান্স, পর্তুগাল ও বেলজিয়াম সবাই ইউরো খেলছে ৷ একজন বিশ্ব চ্যাম্পিয়ন, একজন ইউরো চ্যাম্পিয়ন তো অন্যজন এখন বিশ্বের এক নম্বর দল ৷ এই দলগুলি একদিনে তৈরি হয়নি ৷ বছরের পর বছর ধরে ধীরে ধীরে তৈরি হয়েছে ৷ কিন্তু ফুটবলে সবকিছু হতে পারে৷’’

ABOUT THE AUTHOR

...view details