পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Man U : ফার্গুসনের উত্তরসূরি কন্তেই, দাবি ব্রিটিশ সংবাদপত্রের

গত কয়েকদিন ধরেই জিনেদিন জিদান এবং আন্তোনীয় কন্তের সঙ্গেই যোগাযোগ রাখছিলেন ক্লাব অফিসিয়ালরা ৷ 'দ্য মিরর'-এর দাবি অনুযায়ী, ইতিমধ্যেই ইতালিয়ান কোচ কন্তেকে (Antonio Conte) ম্যাঞ্চেস্টারের হটসিটে বসানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ ৷

Manchester United F.C. Coach
ফার্গুসনের উত্তরসূরি কন্তেই, দাবি ব্রিটিশ সংবাদপত্রে

By

Published : Oct 26, 2021, 9:00 AM IST

ম্যাঞ্চেস্টার, 26 অক্টোবর : প্রিমিয়ার লিগের সুপার সানডে-তে লজ্জার রাত কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo) ৷ ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের কাছে 5-0 গোলে পর্যদুস্ত হয়েছে রেড ডেভিলসরা ৷ মহম্মদ সালাহদের দুরন্ত ফুটবলের সামনে কার্যত দাঁড়াতে পারেননি লিন্ডেলফ, ম্যাগুয়েররা ৷ তারপরেই ক্লাবের বর্তমান কোচ ওলে গানার সোল্কজারকে সরানোর দাবি উঠেছে বিভিন্ন মহলে ৷ এই অবস্থায় রোনাল্ডোদের পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছে দু'টি নাম ৷ জিনেদিন ইয়েদিন জিদান (Zinedine Zidane) এবং আন্তোনীয় কন্তে (Antonio Conte) ৷

গত কয়েকদিন ধরেই দুই কোচের সঙ্গেই যোগাযোগ রাখছিলেন ক্লাব অফিসিয়ালরা ৷ যদিও, ব্রিটিশ সংবাদপত্র 'দ্য মিরর'-এর দাবি অনুযায়ী, ইতিমধ্যেই ইতালিয়ান কোচ কন্তেকে ম্যাঞ্চেস্টারের হটসিটে বসানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ ৷ নিজের কোচিং কেরিয়ারে ইতিমধ্যেই জুভেন্টাস, চেলসি, ইন্টার মিলানের মতো দলের দায়িত্ব সামলেছেন তিনি ৷ 2014 সালের বিশ্বকাপ ব্যর্থতার পর চেসার প্রান্দেল্লিকে সরিয়ে কন্তেকেই কোচ করেছিল ইতালীও ৷ 2013 সালে গ্লোব সকার অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট কোচ অব দ্য ইয়ার (Globe Soccer Award for the Best Coach of the Year)-ও হয়েছিলেন তিনি ৷ আগামী 3 নভেম্বর চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে নামবে ম্যান ইউ ৷ সমস্ত কিছু ঠিক থাকলে ওই দিনই নিজের পুরোনো দলের বিরুদ্ধে সোল্কজারের চেয়ারে বসবেন কন্তে ৷

আরও পড়ুন : Premier League : ইপিএলের ইতিহাসে আফ্রিকান খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড সালাহর

লিভারপুলের কাছে হারের ফলে প্রিমিয়ার লিগে 9 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 7 নম্বরে রয়েছেন রোনাল্ডোরা ৷ লিগের শেষ চার ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট ৷ লেস্টার সিটি, অ্যাস্টন ভিলার কাছেও ৷ ইতিমধ্যেই ম্যান ইউ-য়ের প্রাক্তন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনও জানিয়ে দিয়েছেন, 'কোচ হিসেবে কন্তে তাঁর অত্যন্ত স্নেহভাজন ৷'

ABOUT THE AUTHOR

...view details