পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিরছেন তিরি, সন্দেশ ঝিঙ্গানকে ছাড়াই রক্ষণ সাজাচ্ছেন হাবাস - ISL 2021

সন্দেশ ঝিঙ্গানের চোট । তাঁকে প্রথম প্লে অফ ম্যাচে নামানো যায়নি । হাবাস বলছেন, সন্দেশকে দ্রুত ফিট করার চেষ্টা চলছে । তা সত্ত্বেও তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে । বলা যায় তাঁকে বাইরে রেখেই রক্ষণভাগ সাজাতে হবে ।

হাবাস
হাবাস

By

Published : Mar 7, 2021, 11:07 PM IST

কলকাতা, 7 মার্চ : সেমিফাইনালের প্রথম শেষ মিনিটের গোলে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে । হতাশা থাকলেও তা নিয়ে বসে থাকতে নারাজ এটিকে মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পুরো সময় ভালো খেলেও শেষে রক্ষণভাগের ছোট ভুলে জয় হাতছাড়া হয়েছে । অতএব রক্ষণ সমস্যা যে সবুজ মেরুন সাজঘরের সবচেয়ে বড় মাথাব্যাথা তা বলার অপেক্ষা রাখে না ।

সন্দেশ ঝিঙ্গানের চোট । তাঁকে প্রথম প্লে অফ ম্যাচে নামানো যায়নি । হাবাস বলছেন, সন্দেশকে দ্রুত ফিট করার চেষ্টা চলছে । তা সত্ত্বেও তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে । বলা যায় তাঁকে বাইরে রেখেই রক্ষণভাগ সাজাতে হবে । খারাপ পারফরম্যান্সের জন্য তিরিকে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলাননি সবুজ মেরুন হেডস্যার । ফিরতি লড়াইয়ে স্প্যানিশ ডিফেন্ডার সম্ভবত ফিরছেন । সেক্ষেত্রে প্রীতম কোটালের সঙ্গে তিনি জুটি বাধবেন । বাইরে যাবেন ম্যাকহিউজ । ফিরবেন এডু গার্সিয়াও ।

হাবাস রক্ষণ এবং আক্রমণের মধ্যে ভারসাম্যের কথা সর্বদা বলেন । নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই ভারসাম্য দেখা যাওয়ায় খুশি তিনি । বলেছেন,"এখানে দুই লেগের সেমিফাইনাল । তাই 4-0 ব্যবধানে জিততে পারলে ভালো হয় । এফসি গোয়া বোধহয় এতবড় ব্যবধানে একবার প্রথম পর্বে জিতেছিল । তাছাড়া কোনও দলের নাম তো মনে পড়ছে না ।" প্রায় একই সঙ্গে যোগ করেছেন, "প্রথম লেগেই ম্যাচ জিততে হবে এমন কোনও মানে নেই । প্রথম পর্বে 3-0 গোলে জিতেও ফাইনালে না উঠতে পারার কথা মনে পড়ছে । তবে আমার দলে মোটিভেশনের অভাব নেই ।"

আরও পড়ুন : ইদ্রিসা সিলার শেষ মিনিটের গোলে জয় হাতছাড়া এটিকে মোহনবাগানের

রবিবার প্র্যাকটিস হয়নি। হাবাস বলছেন প্রতিপক্ষ প্রচুর সুযোগ তৈরি করেছে এমন তার মনে হয়নি । অন্তত 75 মিনিট পর্যন্ত তাঁরাই নিয়ন্ত্রণ করেছেন । গোলদাতা ডেভিড উইলিয়ামস শেষ মিনিটের গোলে জয় হাতছাড়া হওয়ায় হতাশ । তার মতে মনসংযোগের অভাবে এই বিপত্তি । তবে ফিরতি ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে যাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ।

ABOUT THE AUTHOR

...view details