পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL-এর ঘুটি সাজাতে তোড়জোড় ইস্টবেঙ্গলে - ISL preparation has started

ইস্টবেঙ্গলের তরফে আশা করা হচ্ছে , আগামী দুই দিনের মধ্যে বিড খোলার ব্যাপারটি সামনে নিয়ে আসবে FSDL। তারপরেই বিড পেপার তুলে তা জমা দেওয়ার ব্যাপারটি শুরু হবে ।

ISL
ISL-এর ঘুটি সাজাতে তোড়জোড় ইস্টবেঙ্গলে

By

Published : Sep 4, 2020, 12:02 PM IST

কলকাতা , 4 সেপ্টেম্বর : ইনভেস্টরের সঙ্গে গাঁটছড়া বাধতেই ইস্টবেঙ্গলে এখন খুশির আবহাওয়া । ইতিমধ্যে কর্তারা বিনিয়োগকারী সংস্থার সঙ্গে শেষ পর্যায়ের আলোচনা করে ISL খেলার আবেদন করার কাগজ তৈরি করছেন । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যে জানিয়েছেন , আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনায় বসে সব কিছু ঠিক করে নেওয়া হবে ।

বিনিয়োগকারী সংস্থার MD এইচ এম বাঙুর বলেছেন ,"চুক্তি প্রক্রিয়া সবে মাত্র শেষ হয়েছে । কয়েক দিনের মধ্যে আমরা আলোচনায় বসব । সেখানেই কোচ , বিদেশি ফুটবলার নিয়ে কথা হবে । সমর্থকদের সঙ্গেও কথা বলতে পারি । বিদেশি ফুটবলার নিয়ে কেউ যেন চিন্তিত না হয় । সেরা মানের বিদেশি কোচ , বিদেশি ফুটবলার নিয়ে আসব । এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত । ক্লাবকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য ।"

আরও পড়ুন , শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া, ISL-এ ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের তরফে আশা করা হচ্ছে , আগামী দুই দিনের মধ্যে বিড খোলার ব্যাপারটি সামনে নিয়ে আসবে FSDL। তারপরেই বিড পেপার তুলে তা জমা দেওয়ার ব্যপারটি শুরু হবে । ইতিমধ্যে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী পাওয়ার ব্যাপারটা সকলেই জানে । রিলায়েন্স-এর প্রতিনিধি বুধবার নিজে উপস্থিত ছিলেন ।
এই অবস্থায় লাল হলুদ কর্তারা বিনিয়োগকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ISL খেলার পথটি বাধাহীন করে তুলতে চাইছে ।

আরও পড়ুন , ইনভেস্টর এসেছে, এবার ISL-এ চোখ লাল হলুদের

ABOUT THE AUTHOR

...view details