কলকাতা , 4 সেপ্টেম্বর : ইনভেস্টরের সঙ্গে গাঁটছড়া বাধতেই ইস্টবেঙ্গলে এখন খুশির আবহাওয়া । ইতিমধ্যে কর্তারা বিনিয়োগকারী সংস্থার সঙ্গে শেষ পর্যায়ের আলোচনা করে ISL খেলার আবেদন করার কাগজ তৈরি করছেন । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যে জানিয়েছেন , আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনায় বসে সব কিছু ঠিক করে নেওয়া হবে ।
বিনিয়োগকারী সংস্থার MD এইচ এম বাঙুর বলেছেন ,"চুক্তি প্রক্রিয়া সবে মাত্র শেষ হয়েছে । কয়েক দিনের মধ্যে আমরা আলোচনায় বসব । সেখানেই কোচ , বিদেশি ফুটবলার নিয়ে কথা হবে । সমর্থকদের সঙ্গেও কথা বলতে পারি । বিদেশি ফুটবলার নিয়ে কেউ যেন চিন্তিত না হয় । সেরা মানের বিদেশি কোচ , বিদেশি ফুটবলার নিয়ে আসব । এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত । ক্লাবকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য ।"