পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চেন্নাইয়িনের চ্যালেঞ্জ সামলে জয়ের খোঁজে ATK - এটিকে

2017-18 ISL -এর চ্যাম্পিয়ন দলটির চলতি লিগের শুরুটা ভালো হয়নি । অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে তিন গোলে হারার পরে মুম্বই সিটির সঙ্গে ড্র করেছে তারা । অন্যদিকে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে হারলেও ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পাঁচ গোলে জয় পেয়ে আত্মবিশ্বাসী কলকাতা ।

এটিকে বনাম চেন্নাইয়িন

By

Published : Oct 29, 2019, 9:45 PM IST

চেন্নাই, 29 অক্টোবর : ISL-এর প্রথম পর্ব থেকেই চেন্নাইয়ান এফসি ও ATK-র ফুটবল দ্বৈরথ সব সময় আকর্ষণের কেন্দ্রে । ফলে জহরলাল নেহরু স্টেডিয়ামে জন গ্রেগরি বনাম আন্তেনিও লোপেজ় হাবাসের ফুটবল বুদ্ধির লড়াই ঘিরে পারদ চড়তে শুরু করেছে ।

2017-18 ISL-এর চ্যাম্পিয়ন দলটির চলতি লিগের শুরুটা ভালো হয়নি । অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে তিন গোলে হারার পরে মুম্বই সিটির সঙ্গে ড্র করেছে তারা । অন্যদিকে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে হারলেও ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পাঁচ গোলে জয় পেয়ে আত্মবিশ্বাসী কলকাতা ।

দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট চেন্নাইয়িনের ঝুলিতে । তবে, দলের খেলায় খুশি চেন্নাইয়িন এফসি-র কোচ জন গ্রেগরি । তিনি বলেন, "মুম্বইয়ের বিরুদ্ধে আমরা গোলটি ছাড়া সব করেছিলাম । 18টা শট নিয়েছিলাম । সব কটি টার্গেটে ছিল তা বলছি না । তবে, বেশ কয়েকটি গোল করার সুযোগ তৈরি করেছিলাম আমরা । যা দেখে আমি বিস্মিত ।"একই সঙ্গে গ্রেগরি বলেন,"আমাদের গোলরক্ষক অমরিন্দর সিং নিশ্চিত গোল বাঁচিয়েছেন । রাফায়েল একাধিক ভালো সুযোগ তৈরি করেছিল । গত বছর আমরা একটাও সুযোগ তৈরি করতে পারিনি । সে দিক থেকে এবারের পারফরম্যান্স যথেষ্ট আশাজনক ।"

অন্যদিকে ঘরের মাঠে চেন্নাইয়িন যে কঠিন প্রশ্নপত্র তৈরি করবে তা ধরে নিয়ে প্রস্তুত কলকাতা । ডেভিড উইলিয়মস, রয় কৃষ্ণা ও গার্সিয়ার দুরন্ত পারফরম্যান্সের পাশে প্রবীর দাস, সোসাইরাজের যোগ্য সঙ্গত হাবাসের কাজ সহজ করে দিয়েছে । প্রতিপক্ষের ভালো পারফরম্যান্স নজর এড়ায়নি কোচের । প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করার বিষয়টি মাথায় রাখছেন তারা । বিশেষ করে উইলিয়ামস ও রয় কৃষ্ণাকে নজরে রাখার কথা বলছে চেন্নাইয়িন শিবির । তাই লাল সাদা ঝড় সামলাতে কড়া নজর রাখার কথা চেন্নাইয়িন কোচের গলায় ।

ABOUT THE AUTHOR

...view details