কলকাতা, 22 ফেব্রুয়ারি: প্লে অফের কোন দলকে প্রতিপক্ষ হিসেবে চাইছেন, এই প্রশ্নের কোনও উত্তর সরাসরি দিতে রাজি নন আন্তেনিও লোপেজ হাবাস । কোনও রাখঢাক না-করে এটিকে মোহনবাগানের কোচ বলছেন তিনি ম্যাজিশিয়ান নন ।
সোমবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ফের মাঠে নামছে সবুজ মেরুন। ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দাপুটে জয়ের পরে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা টগবগ করছেন । ডাবল ডার্বি জয়ের তৃপ্তির মধ্যে স্প্যানিশ হেডস্যার বলছেন,"যেকোনও ম্যাচের তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ । তবে এই ডার্বিটি যেহেতু প্লে অফের কাছাকাছি সময়ে হয়েছে, তাই বেশি তৃপ্তির ।"
তবে দলে আত্মতুষ্টির যে জায়গা নেই তা ফের বুঝিয়ে দিয়েছেন । প্রতিপক্ষ হায়দরাবাদ এফসির প্রতিটি বিভাগে ভালো ফুটবলার রয়েছেন । আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য রয়েছে । কোচ যথেষ্ট ভালো । এই সবকিছুই হাবাসের নোটবুকে উঠে পড়েছে । হায়দরাবাদ এফসিকে প্রতিযোগিতার বিস্ময় দল বলছেন । তাই আত্মবিশ্বাসী হলেও তারা আত্মতুষ্ট হওয়ার জায়গা সাজঘরে দিতে নারাজ সবুজ মেরুন চাণক্য ।
আরও পড়ুন:মেরিনার্সদের ডার্বি উপহার কৃষ্ণ-হাবাসের
ডার্বিতে আক্রমণাত্মক ছক সাজালেও আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য রাখার কথা বলেছেন। চোট আঘাত সমস্যা সেভাবে নেই। মার্সেলিনহোর চোটের খবর তার জানা নেই । তবে এডু গার্সিয়ার দ্রুত ফিরবেন তার ইঙ্গিত হাবাসের গলায় । আটচল্লিশ ঘণ্টার মধ্যে ফের ম্যাচ খেলার ঝক্কি নিয়ে উষ্মা থাকলেও তা অজুহাত হিসেবে খাঁড়া করতে চান না। চলতি আইএসএলের মঞ্চে রয় কৃষ্ণের স্টিম রোলারের তলায় প্রায় প্রতিটি দল । হাবাস বলছেন আইএসএলের সেরা স্ট্রাইকার তাঁর দলের রয় কৃষ্ণ । ইতিমধ্যে ফিজিয়ান স্ট্রাইকার 14টি গোল করেছেন । যা গত মরসুমের থেকে একধাপ পেছনে । যেভাবে রয় কৃষ্ণ স্কোরিং বুটে শান দিয়ে চলেছেন তাতে হায়দরাবাদের ছিন্নভিন্ন হওয়া সময়ের অপেক্ষা ।