পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কলকাতা ডার্বি বিশ্বের অন্যতম বড় ডার্বি : সন্দেশ ঝিঙ্গান - SC ইস্টবেঙ্গল

কেরালা ব্লাস্টার্সের হয়ে ছ'টি মরশুম খেলার পর চলতি বছরে কোচি ছাড়ার সিদ্ধান্ত নেন ঝিঙ্গান ৷ পাঁচ বছরের চুক্তিতে যোগ দেন এটিকে মোহনবাগানে ৷

কলকাতা ডার্বি
কলকাতা ডার্বি

By

Published : Nov 23, 2020, 2:00 PM IST

পানাজি, 23 নভেম্বর : ‘‘স্টেডিয়ামে বসে কলকাতা ডার্বি কখনও দেখার সুযোগ হয়নি ৷’’ বললেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ৷

কেরালা ব্লাস্টার্সের হয়ে ছ'টি মরশুম খেলার পর চলতি বছরে কোচি ছাড়ার সিদ্ধান্ত নেন ঝিঙ্গান ৷ ইন্ডিয়ান সুপার লিগের নতুন দল এটিকে মোহনবাগানে পাঁচ বছরের চুক্তিতে যোগ দেন তিনি ৷

মেরিনার্সদের হয়ে তাঁর দ্বিতীয় ম্যাচই বহু চর্চিত ডার্বি ৷ তবে সন্দেশ এটিকে ডার্বি হিসেবে নয়, অন্য সাধারণ ম্যাচের মতোই দেখছেন ৷ তিনি বলেন, ‘‘এটি বিশ্বের অন্যতম বড় ডার্বি ৷ একজন ফুটবলার হিসেবে বড় মঞ্চে এমন বড় ম্যাচের অংশ হতে চাইবে সবাই ৷ তাই আমি ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি ৷ তবে আমি এটা নিয়ে বেশি ভাবছি না ৷ কলকাতা ডার্বি অন্য আর একটি ম্যাচের মতোই ৷ সব ম্যাচই গুরুত্বপূর্ণ ৷ তাই আমি আবেগকে প্রাধান্য দেব না ৷ কোচ ও সাপোর্ট স্টাফরা এটিকে একটি সাধারণ ম্যাচের মতোই দেখছে ৷’’

এমনটা নয় যে কলকাতার দুই প্রধানের বিশাল জনসমর্থনের কথা ঝিঙ্গান জানেন না ৷ তবে তিনি শুধু ওই ম্যাচটিতেই ফোকাস করতে চান ৷ এবং দলের তিন পয়েন্ট নিশ্চিত করতে চান ৷ তিনি বলেন, ‘‘ভারতীয় ফুটবলে এই ডার্বির গুরুত্ব অপরিসীম ৷ কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলে খুব গুরুত্বপূর্ণ এবং সমর্থকদের জন্যও ৷ কিন্তু আমরা বর্তমানে বাঁচতে চাই ৷ দলের অন্য সবার মতো আমাকে আমার কাজ করতে হবে ৷ তিন পয়েন্ট ধরে রাখতে হবে ৷’’

ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগান জয় দিয়েই শুরু করেছে ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে 1-0 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারায় তারা ৷

ABOUT THE AUTHOR

...view details