কলকাতা, 7 ফেব্রুয়ারি : ভারতীয় ফুটবলাররা আইএসএলের মঞ্চে বিদেশিদের টপকে নায়ক হতে পারেন তার উজ্জ্বল উদাহরণ ওড়িশা এফসি ম্যাচ । এটিকে মোহনবাগানের তরুণ স্ট্রাইকার জোড়া গোল করে ম্যাচের সেরা রয় কৃষ্ণের সঙ্গে একাসনে । ইন্দো-ফিজিয়ান জুটির উত্তর খুজতে প্রতিপক্ষ ডিফেন্ডাররা হিমশিম খাচ্ছেন । এবার আন্তেনিও লোপেজ় হাবাসের দলের সামনে বেঙ্গালেরু এফসি । ইতিমধ্যে হাবাস তার দলের তরুণ ভারতীয় স্ট্রাইকারের ফুটবল ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত । আরও উন্নতির প্রয়োজনের কথা বলেছেন । কোচের আস্থায় নতুনভাবে উজ্জীবিত মনবীর সিং । একসময়ে কলকাতা ময়দানের ব্রাত্য স্ট্রাইকার আইএসএলের "পিন আপ বয়।" সকালে কৃষক আন্দোলনের পক্ষে "নো ফারমার নো ফুড" টুইট করে বিকেলে চোখ জুড়ানো গোল করলেন ।
ওড়িশার বিরুদ্ধে নিজের করা দুটো গোলের মধ্যে কোনটি সেরা । সেই প্রশ্নে মনবীরের ভোট প্রথম গোলের পক্ষে । তৃপ্ত মনবীর বললেন, "দুটো গোলের মধ্যে প্রথমটিকে সেরা বাছব । তবে এইরকম গোল এর আগেও করেছি । মহমেডানের জার্সি পড়ে আর্মি একাদশের বিরুদ্ধে এইরকমই গোল করেছিলাম । এটিকে-মোহনবাগানের অনুশীলনে এই রকমের শট অনুশীলন করেছি ।তারই ফল পেলাম ।"
আরও পড়ুন : জয়ে ফিরল ইস্টবেঙ্গল