ভাস্কো, 11 ডিসেম্বর : পাঁচ ম্যাচে দুটি ড্র এবং পরপর তিনটি ম্যাচে হার ৷ চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের অসহায় অবস্থাটা প্রকট ৷ তীব্র সমালোচনা, সমর্থকদের ক্ষোভ ও চাপের মধ্যে আগামিকাল, রবিবার মাঠে নামছে লাল-হলুদ ৷ প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (SC Eastbengal vs Kerala Blasters ) ৷ তার আগে অবশ্য অতীতের ব্যর্থতা এবং দলের সমস্যাগুলি রাখঢাকের পথে এগোলেন না এসসি ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ ৷ বরং পরিস্থিতি মেনে নিয়েই ঘুরে দাঁড়ানোর আশা করছেন তিনি ৷
পরিস্থিতি কঠিন ৷ তা মেনে নিয়ে লাল-হলুদ (SC Eastbengal) কোচ বলছেন, "সমস্যা শুধু ফিটনেস সংক্রান্ত নয় । টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল সমস্যা রয়েছে । দলের কোনও সদস্যই সঠিক জায়গায় নেই ।" কোচের এই অকপট স্বীকারোক্তি এসসি ইস্টবেঙ্গলের অগোছালো রূপটাকে তুলে ধরেছে (ISL-2021-22) । চোট আঘাত সমস্যা দলের বড় মাথাব্যথা । গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য এখনও চোটের কবলে । জ্যাকিচাঁদ এখনও দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করতে পারেননি । সিডোয়েলেরও একই অবস্থা । ফলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যে একাদশ বেছে নেওয়াই দিয়াজের জন্য বড় সমস্যার ।