পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATKMB vs Chennaiyin FC : হারের হ্যাটট্রিক এড়াতে বদ্ধপরিকর হাবাস - এটিকে মোহনবাগান বনাম চেন্নায়িন এফসি

কঠিন এই পরিস্থিতিতে রয় কৃষ্ণ, প্রীতম কোটালদের উপরেই ভরসা রাখছেন হাবাস । সমালোচনা বা পরিস্থিতি যাই হোক নিজের দলের ফুটবলারদের সেরা মনে করেন সবুজ মেরুনের স্প্যানিশ কোচ (ATKMB vs Chennaiyin FC) ৷

atkmb
সব ভুলে জয়ের খোঁজে হাবাস

By

Published : Dec 10, 2021, 8:59 PM IST

মারগাঁও, 10 ডিসেম্বর : হঠাৎই বদলে গিয়েছে চিত্রটা ৷ গত দুটি ম্যাচে মুম্বই সিটি এফসি ও জামসেদপুর এফসি-র বিরুদ্ধে হারের পর কোণঠাসা এটিকে মোহনবাগান ৷ দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে আইএসএলের সবচেয়ে সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস । শনিবার সবুজ মেরুনের প্রতিপক্ষ চেন্নায়িন এফসি (ATKMB vs Chennaiyin FC) ৷ চলতি আইএসএলে এখনও পর্যন্ত অপরাজিত দক্ষিণের এই দলটির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর রয় কৃষ্ণ, প্রীতম কোটালরা ৷

সমালোচনা বা পরিস্থিতি যাই হোক নিজের দলের ফুটবলারদের সেরা মনে করেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ ৷ চেন্নায়িনের বিরুদ্ধে নামার আগে তিনি বললেন, "আমাদের দলের ফুটবলাররাই সেরা । তবে আমাদের বুঝতে হবে খেলাটা 90 মিনিটের । গোটা সময়টা একই রকম মন দিয়ে খেলে যেতে হবে । একই রকম পরিশ্রম করে যেতে হবে । প্রথম 45 মিনিট ভাল খেলেই থেমে গেলে চলবে না ।" এদিন চেন্নায়িনের বিরুদ্ধে দলে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন হাবাস । চেন্নায়িন শক্তিশালী দল । সেই দলের বিরুদ্ধে নিজেদের অক্ষত রেখেই আক্রমণে উঠে গোল তুলে নিতে চান হাবাস । দলের মধ্যে আক্রমণ ও রক্ষণের ভারসাম্য তৈরি করাই লক্ষ্য তাঁর ।

আরও পড়ুন : East Bengal in ISL : পাঁচ ম্যাচে তথৈবচ পারফরম্যান্স লাল-হলুদের, বাকি টুর্নামেন্টে ভবিষ্যৎ কী ?

এদিন সমালোচকদেরও একহাত নেন তিনি ৷ বলেন, "ভারসাম্য বজায় রাখাটা খুব জরুরি ৷ দুটো হারের পরই আমাদের দলটা খারাপ এটা মনে করার কোনও মানে নেই । 10 দিন আগেই আমাদের সেরা দল বলা হত । আর এখন আমরাই নাকি সবচেয়ে খারাপ ৷ এমন হয় নাকি ?"

ইতিমধ্যেই হারের হ্যাটট্রিক করে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল ৷ সেই পরিস্থিতির মুখে পড়তে চান না হাবাস ৷ হারের হ্যাটট্রিক এড়াতে রয় কৃষ্ণ, প্রীতম কোটালদের উপরেই ভরসা রাখছেন সবুজ-মেরুন কোচ । তিনি বলেছেন, "ছেলেদের বলেছি আমাদের দল যথেষ্ট ভাল । জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে খেলা খুব একটা সহজ নয় । আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে । বিশেষত ডিফেন্স থেকে আক্রমণে যাওয়ার সময় বা আক্রমণ থেকে রক্ষণে নামার সময় ।" অনেকেই তিরির শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । তবে স্প্যানিশ ডিফেন্ডার সুস্থই রয়েছেন বলে দাবি হাবাসের ।

ABOUT THE AUTHOR

...view details