পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হাবাসের চ্যালেঞ্জের জবাব মাঠে দিতে চান ভিকুনা - কেরালা ব্লাস্টার্স

গত মরশুমে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন । তারপরেই কেরালা ব্লাস্টার্সের কোচের দায়িত্ব নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে । হাবাস বলছেন, ISL ভিন্ন মাত্রার টুর্নামেন্ট ।

কিবু ভিকুনা
কিবু ভিকুনা

By

Published : Nov 20, 2020, 6:52 AM IST

কলকাতা, 20 নভেম্বর : মাঠে বল গড়ানোর আগেই যুদ্ধ শুরু ৷ ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স ৷ তবে প্রথম ম্যাচের আগেই শুরু বাকযুদ্ধ ৷ এটিকে মোহনবাগান কোচ অ্যান্তেনিও লোপেজ হাবাস প্রতিপক্ষ কোচকে ভালো বললেও পরোক্ষে তাঁর সম্পর্কে তাচ্ছিল্য ছুড়ে দিয়েছেন । অন্যদিকে এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে বাকযুদ্ধে না গিয়ে মাঠে জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন কিবু ভিকুনা ।

গত মরশুমে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন । তারপরেই কেরালা ব্লাস্টার্সের কোচের দায়িত্ব নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে । হাবাস বলছেন, ISL ভিন্ন মাত্রার টুর্নামেন্ট । গতবারের চ্যাম্পিয়ন দলের উদাসীনতা নিঃসন্দেহে কেরালা ব্লাস্টার্সকে তাতিয়ে দেবে । ম্যাচের 24 ঘণ্টা আগে ইয়েলো ব্রিগেডের হেডস্যার বলছেন, প্রাক মরশুম প্রস্তুতি সঠিক ভাবে হয়েছে বলা যাবে না । তবে কোরোনা কাঁটা সরিয়ে বল গড়ানোর প্রক্রিয়া শুরু হওয়া সবচেয়ে বড় ইতিবাচক দিক ।

ভিকুনা বলেন, "কোনও সন্দেহ নেই, প্রাকমরশুম প্রস্তুতি কম হয়েছে । নতুন দলের প্রস্তুতি আরও বেশি করে দরকার । মাত্র তিনদিন আগে কোয়ারানটিন পর্ব শেষ করেছি আমরা । প্রত্যেকটি দলের নিজস্ব সমস্যা রয়েছে । তবে কোনও অভিযোগ এবং অজুহাত দিচ্ছি না । আমরা লিগ শুরু হওয়ায় খুশি" । গত বছর ISL -এ টেবিলে নবম স্থানে শেষ করেছিল কেরালা ব্লাস্টার্স । চলতি মরশুমে শুরুটা দেরিতে হয়েছে । দলের বিদেশিরা ভিসা সমস্যা দূর করে অনেক পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন । প্রস্তুতি যে আরও দরকার তা স্বীকার করে নিয়েছেন তিনি ।

নতুন দলের দায়িত্ব নিয়ে মোহনবাগানের বিরুদ্ধ প্রথমবার ডাগআউটে থাকবেন কিবু ভিকুনা । প্রাক্তন দল সম্পর্কে শ্রদ্ধাশীল তিনি । সবুজ মেরুনের কোচ হিসেবে সমর্থকদের আপন করে নেওয়া মনে আছে তাঁর । তবে কিবু ভিকুনা সবুজ মেরুনের অঙ্ক সামলাতে যে তৈরি তা বুঝিয়ে দিয়েছেন । তাই শুক্রবার ISL-র ম্যাচে দুই স্প্যানিশ কোচের দ্বৈরথে বাজিমাত করবেন কে, তা দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া ।

ABOUT THE AUTHOR

...view details