পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এটিকে-মোহনবাগানের জয়রথ থামাল জামশেদপুর - এটিকে মোহনবাগান

প্রথম জলপানের বিরতির পরেই এটিকে-মোহনবাগানের জালে বল জড়ালেন জামশেদপুর এফসির ভালকিস । কর্নার থেকে ভেসে আসা বলে তিনি বিনা বাধায় মাথা ছোঁয়ালেন । এই গোলের সঙ্গেই চলতি আইএসএলে প্রথম গোল হজম করে সবুজ মেরুন রক্ষণ ।

সবুজ মেরুন দৌড় থামালেন ভালকিস
সবুজ মেরুন দৌড় থামালেন ভালকিস

By

Published : Dec 7, 2020, 10:13 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর : ইস্পাতের খোঁচায় সবুজ মেরুন নৌকাডুবি । জামশেদপুর এফসির বিরুদ্ধে 2-1 গোলে পরাজিত এটিকে-মোহনবাগান । জোড়া গোল করে ম্যাচের নায়ক জামশেদপুর এফসির ভালকিস । গত মরসুমের আইএসএলে সোনার বুট জয়ী স্ট্রাইকার জোড়া গোল করে দিনের নায়ক । এটিকে-মোহনবাগানের হয়ে গোলটি করেন রয় কৃষ্ণ।

প্রথম জলপানের বিরতির পরেই এটিকে-মোহনবাগানের জালে বল জড়ালেন জামশেদপুর এফসির ভালকিস । কর্নার থেকে ভেসে আসা বলে তিনি বিনা বাধায় মাথা ছোঁয়ালেন । এই গোলের সঙ্গেই চলতি আইএসএলে প্রথম গোল হজম করে সবুজ মেরুন রক্ষণ ।

ঘর বন্ধ করে প্রতিপক্ষ রক্ষণের উপর প্রতিআক্রমণ হানার ছকে বিশ্বাস করেন আন্তেনিও লোপেজ হাবাস । দলের এগারো জনের আক্রমণ এবং রক্ষণে অংশ নেওয়ার নির্দেশ থাকে তাঁর । কিন্তু মিডফিল্ডারদের বোঝাপড়ার অভাবে হাবাসের কৌশল সঠিক বাস্তবায়ন হচ্ছে না । জামশেদপুর এফসির জ্যাকিচাঁদ সিং এবং উইলিয়ামসের দৌড় প্রবীর, শুভাশিসকে তাঁদের অর্ধে আটকে রেখেছিল ।

চোট সারিয়ে মাঠে ফিরেছেন ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়া । কিন্তু প্রতিপক্ষ মিডফিল্ডার এবং ডিফেন্ডারদের পায়ের জঙ্গলে দিগভ্রষ্ট । ফলে রয় কৃষ্ণ তেমনভাবে বিরতির আগে দাগ কাটতে পারেননি । 79 মিনিটে মনবীরের ব্যাক হেড থেকে রয় কৃষ্ণ ব্যবধান কমান । তবে গোলটি নিয়ে বিতর্ক আছে ৷

জামশেদপুর এফসির গোলরক্ষক রেহেনেশ এই ম্যাচে অসাধারণ খেললেন । দ্বিতীয়ার্ধে প্রবীর দাসের পাস থেকে রয় কৃষ্ণের ফ্লিক এবং গ্লেন মার্টিনের দূরপাল্লার জোরালো শট যেভাবে বাঁচিয়েছেন তাতে পুরো দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল ।

পরিস্থিতি সামাল দিতে হাবাস এদিন গ্লেন মার্টিনকে তুলে মনবীর সিংকে নামিয়ে ছিলেন । এইসময় এডু গার্সিয়াকে পিছন থেকে খেলার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু তাতেও লাভ হয় নি । বরং ফের গোল হজম করতে হয় সবুজ মেরুনকে । এবারও 66 মিনিটে ইস্পাত নগরীর দলটি কর্নার থেকে বাজিমাত করে । ফের নায়ক ভালকিস ।

প্রথম তিন ম্যাচে জয়ের হ্য়াটট্রিক । চার নম্বর ম্যাচে পরাজয়ের স্বাদ । রয় কৃষ্ণের উপর নির্ভরতা সোমবার প্রমাণিত । তাই শুধু মিডফিল্ডারদের বোঝাপড়া বাড়ানো নয়, সেটপিসের সময় রক্ষণভাগের দুর্বলতা দ্রুত ঢাকতে হবে হাবাসকে । এফসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন । ভার প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেছেন । রয় কৃষ্ণের এই প্রতিযোগিতায় চার নম্বর গোলটি রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন জোরালোভাবে তুলে দিল ।

ABOUT THE AUTHOR

...view details