পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শেষ মুহূর্তে মৌরিসিওর দর্শনীয় গোল, জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ ড্র করল ওড়িশা - আইএসএল 2020

রবিবার গোয়ার তিলক ময়দানে প্রথমার্ধের 12 মিনিট ও 27 মিনিটে দুটি গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন ভালাস্কিস ৷ কিন্তু এগিয়ে থেকেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ তাঁরা ৷ ওয়েন কোলের দল জামশেদপুরকে গোলের দরজা খুলতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷

দিয়েগো মৌরিসিও
দিয়েগো মৌরিসিও

By

Published : Nov 30, 2020, 10:01 AM IST

পানাজি, 30 নভেম্বর : ম্যাচের অতিরিক্ত সময়ে দিয়েগো মৌরিসিওর গোল ৷ হারা ম্যাচ ড্র করে এক পয়েন্ট ধরে রাখল ওড়িশা FC ৷ হিরো ইন্ডিয়ান সুপার লিগের জামশেদপুর FC বনাম ওড়িশা FC ম্যাচের দুই অর্ধে দুই স্ট্রাইকারের মুন্সিয়ানা দেখল সমর্থকরা ৷ প্রথমার্ধ যদি হয় জামশেদপুর স্ট্রাইকার নেরিজাস ভালাস্কিসের তাহলে দ্বিতীয়ার্ধ অবশ্যই ওড়িশার স্ট্রাইকার দিয়েগো মৌরিসিওর ৷

রবিবার গোয়ার তিলক ময়দানে প্রথমার্ধের 12 মিনিট ও 27 মিনিটে দু'টি গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন ভালাস্কিস ৷ কিন্তু, এগিয়ে থেকেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ তারা ৷ ওয়েন কোলের দল জামশেদপুরকে গোলের দরজা খুলতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ 10 মিনিটে একটি ক্রস ঠিক করে ধরতে পারেননি ওড়িশা গোলরক্ষক কমলজিৎ সিং ৷ ফাঁকায় বল পান ভালাস্কিস ৷ তাঁর জোরালো শট বক্সের মধ্যে ওড়িশা ডিফেন্ডার গৌরভ বোরার হাতে লাগে ৷ পেনাল্টি পায় জামশেদপুর ৷ গোল করতে ভুল করেননি ভালাস্কিস ৷

যদিও তারপর কিছুক্ষণ দুই দলই সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় ৷ কিন্তু, 27 মিনিটে ওড়িশার রক্ষণের ভুলে ফের গোল করে যান ভালাস্কিস ৷ ওড়িশা ডিফেন্ডার শুভম সারেঙ্গি একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভালাস্কিসের পায়ে বল দিয়ে দেন ৷ সেখান থেকে চকিত শটে গোল করেন ভালাস্কিস ৷

মার্সেলিনোকে কেন্দ্র করে আক্রমণ করতে থাকে ওড়িশা ৷ কিন্তু, তাদের আক্রমণ কখনই ঠিক করে দানা বাঁধেনি ৷ তবে দ্বিতীয়ার্ধে কয়েকবার গোলের কাছে চলে এসেছিলেন ওড়িশা স্ট্রাইকার ম্যানুয়েল অংউ ৷ তবে নাটক তখনও বাকি ছিল ৷ 74 মিনিটে লাল কার্ড দেখেন জামশেদপুর গোলরক্ষক টিপি রেহনেশ ৷ এরপর 10 জনের জামশেদপুর দুই গোল হজম করে ৷ পরিবর্ত হিসেবে নামা মৌরিসিওর দুরন্ত ফ্রি-কিক গোলপোস্টে লেগে তাঁর কাছেই ফিরে আসে ৷ সেখান থেকেই গোল করে যান ব্রাজিলিয়ান মৌরিসিও ৷

সবাই যখন ধরে নিয়েছে 2-1 গোলেই ম্যাচের মীমাংসা হতে চলেছে, তখনই একেবারে ম্যাচের শেষ দিকে দুরন্ত শটে জামশেদপুরের জালে বল জড়িয়ে দেন সেই মৌরিসিও ৷

ABOUT THE AUTHOR

...view details