কলকাতা, 17 ফেব্রুযারি : ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ ATK। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তোনিও হাবাস লোপেজের ছেলেরা 1-3 গোলে চেন্নাইয়িন এফসির কাছে পরাজিত হল। জয়ী দলের পক্ষে গোল রাফায়েল ক্রিভেলারো,আন্দ্রে স্কেমব্রি, নেরিজাস ভাল্সকিসর। ATK-এর হয়ে একমাত্র গোল রয় কৃষ্ণার।
গত পাঁচ ম্যাচের পারফরমেন্সের বিচারে দু'দলের লড়াই ছিল আদতে ফরোয়ার্ডদের গোল করার দ্বৈরথ এই জয়ের ফলে চেন্নাইয়ের প্লে অফে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়ল । কারণ এর ফলে তারা মুম্বই সিটি এফসির থেকে এক পয়েন্ট পিছিয়ে ৷ এদিনের হারের ফলে ATK-এর শীর্ষস্থানে থাকা এফসি গোয়াকে ছুয়ে ফেলার স্বপ্ন থমকে রইল।
গত পাঁচ ম্যাচের পারফরমেন্সের বিচারে দু'দলের লড়াই ছিল আদতে ফরোয়ার্ডদের গোল করার দ্বৈরথ। আর সেখানে চেন্নাই টেক্কা দিল কলকাতাকে। সাত মিনিটে প্রথম গোল করে চেন্নাইয়িন। ইলি সিবিয়া মাঝমাঠ থেকে রয় কৃষ্ণার থেকে বল কেড়ে নিয়ে তা বাড়িয়ে দিলে তা ধরে ক্রিভেলারো এটিকে ডিফেন্ডারদের এড়িয়ে জালে পাঠান। 39 মিনিটে ফের এগিয়ে যায় আওন কোয়িলের ছেলেরা। এবার গোলদাতা আন্দ্রে স্ক্রমবি।
চেন্নাই টেক্কা দিল কলকাতাকে দুগোলে পিছিয়ে পড়ার পরে প্রত্যাঘাত ATK-এর। 40মিনিটে জেভিয়ার হার্নান্দেজ এর বাড়ানো লম্বা পাস ধরে ব্যবধান কমান রয় কৃষ্ণ। চলতি আই লিগে 14নম্বর গোলটি করে ফেললেন তিনি। সমতা ফেরাতে কলকাতা মরিয়া হলেও তা চেন্নাইকে ভাঙার পক্ষে যথেষ্ট ছিল না।বিরতির পরে ডেভিড উইলিয়ামসকে নামিয়ে চাপ বাড়ালেও ইলি সাবিয়া এবং লুসিয়ান গোয়েন দুরন্ত ফুটবল খেলে রয় কৃষ্ণকে গোলের মুখ খুলতে দেননি।
85 মিনিটে প্রবীর দাসের সেন্টার থেকে রয় কৃষ্ণ গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। এরপরই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে গোল করতে পারেননি ATK-এর ভিক্টর। 94 মিনিটে ফের এগিয়ে যায় চেন্নাই । এবার গোলদাতা নেরিয়াস ভাল্সকিস।