পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্টেডিয়ামে ঢোকায় গ্রেপ্তার, প্রতিবাদে আত্মহত্যা ইরানের ব্লু গার্লের - football-ban protest

1981 সাল থেকে ইরানে স্টেডিয়ামে গিয়ে মেয়েদের ফুটবল খেলা দেখা নিষিদ্ধ । হাফ প্যান্ট পরা ছেলেদের দেখা নাকি মেয়েদের পক্ষে হারাম । ইরানের নীতি পুলিশের এমনটাই মত । কিন্তু সাহার খোদায়ারি যেন অন্য ধাতুতে গড়া । তাই প্রিয় দলের হয়ে গলা চড়াতে ছেলেদের পোশাক পরেই স্টেডিয়ামে হাজির হতেন তিনি ।

স্টেডিয়ামে ঢোকায় গ্রেপ্তার, প্রতিবাদে আত্মহত্যা ইরানের ব্লু গার্লের

By

Published : Sep 12, 2019, 2:05 PM IST

তেহরান, 12 সেপ্টেম্বর : ইরানের ফুটবল ফ্যান সাহার খোদায়ারি (29) খেলা দেখতে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিলেন পুরুষের বেশে । নীতি পুলিশের হাতে ধরা পড়েন তিনি । আদালত তাঁকে ছয় মাসের কারাবাসের সাজা শোনায় । এই রায়ের প্রতিবাদে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন । গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে ।

1981 সাল থেকে ইরানে স্টেডিয়ামে গিয়ে মেয়েদের ফুটবল খেলা দেখা নিষিদ্ধ । হাফ প্যান্ট পরা ছেলেদের দেখা নাকি মেয়েদের পক্ষে হারাম । ইরানের নীতি পুলিশের এমনটাই মত । কিন্তু সাহার খোদায়ারি যেন অন্য ধাতুতে গড়া । তাই প্রিয় দলের হয়ে গলা চড়াতে ছেলেদের পোশাক পরেই স্টেডিয়ামে হাজির হতেন তিনি । গত মার্চে ব্লু গার্ল নামে পরিচিত সাহার তাঁর প্রিয় ইরানি ফুটবল ক্লাব এস্তেগলালের খেলা দেখতে পুরুষের পোশাকে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন । নীল রঙের পরচুলা পরেছিলেন তিনি । গায়ে ছিল ওভারকোট । তার পরও স্টেডিয়ামে ঢোকার সময় ধরা পড়ে যান । পরিচয় জানাজানি হওয়ায় মামলা হয় তাঁর বিরুদ্ধে ।

এরপরও এই নিয়মের বিরুদ্ধে ও সরকারের বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন তিনি । আদালতের রায় শোনার পরেই 2 সেপ্টেম্বর প্রতিবাদ জানাতে গায়ে আগুন দেন । চলতি সপ্তাহে তেহরানের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

এই ঘটনার পরই প্রতিবাদে সরব হয়েছেন ইরানের মহিলা-পুরুষ নির্বিশেষে বহু মানুষ । বায়ার্ন মিউনিখে খেলা ইরানের বিখ্যাত ফুটবলার আলি কিরিমি এই ঘটনার প্রতিবাদে তাঁর সমর্থকদের স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাওয়া বয়কট করতে বলেছেন । ইট্যালির বিখ্যাত ক্লাব রোমাও সাহার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ।

এদিকে কাঠগড়ায় তোলা হয়েছে FIFA-কেও । ইরানের এই নিয়মকে FIFA কেন মেনে নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই । অনেকেই ইরান ফুটবল ফেডারেশনকে ব্যান করার জন্য FIFA-র কাছে দাবি তুলেছেন । FIFA জানিয়েছে, ইরানের মেয়েরা যাতে মাঠে গিয়ে খেলা দেখতে পারে তা নিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলবেন ।

ABOUT THE AUTHOR

...view details