কলকাতা, 15 জুলাই : অশান্তি ও শাস্তির আশঙ্কা এখন ইস্টবেঙ্গলের নিত্যসঙ্গী । ক্লাব বনাম লগ্নিকারীর চুক্তি বিতর্কের ধোঁয়াশার সঙ্গে বাড়তি সমস্যা হিসেবে যোগ হচ্ছে নিয়মিত ব্যবধানে গত মরসুমের ফুটবলারদের বকেয়া চেয়ে চিঠি । একে একে তাঁরা বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফার দ্বারস্থ হচ্ছেন ।
বকেয়া না মেলায় ফিফার দ্বারস্থ হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ইরানিয় ফুটবলার ওমিদ সিং । ইতিমধ্যে ক্লাবে পৌঁছেছে ফিফার চিঠি । তবে ক্লাবের দাবি গত মরসুমের শুরুতে চুক্তিপত্রে ওমিদ সিং-এর স্বাক্ষর থাকলেও ক্লাবের পক্ষ থেকে কোনও স্বাক্ষর নেই । চিঠি প্রসঙ্গে ক্লাব কর্তা দেবব্রত সরকার বলেছেন," যাবতীয় কাগজ কোম্পানির কাছে পাঠানো হয়েছিল । এসসি ইস্টবেঙ্গলের পক্ষে থেকে বলা হয়েছে ক্লাবের তরফে পাঠানো কাগজে অসম্পূর্ণতা রয়েছে । "