কলকাতা, 12 অগস্ট : ইস্টবেঙ্গলের চুক্তি জটিলতার সমাপ্তির আভাস মিলছে ৷ লগ্নিকারী ঠিক করেছে চুক্তির জটিলতার যে শর্তাবলী নিয়ে ক্লাব প্রশ্ন তুলেছে তা দ্রুত দূর করা হবে । এর জন্য খসড়ার মূল কপি পাঠিয়ে দেওয়া হবে ।
নতুন পাঠানো চুক্তি পত্রে ঐক্যমতে পৌঁছানোর শর্তগুলো অনুপস্থিত বলে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে অভিযোগ তোলা হয়েছে । লগ্নিকারীর তরফে এই শর্তের অনুপস্থিতিকে ক্লাব অনিচ্ছাকৃত ভুল বলে ধরে নিয়েছে । এবং ত্রুটি শুধরে ফের চুক্তিপত্র পাঠানোর অনুরোধ করেছে ক্লাব । প্রত্যুত্তরের অপেক্ষায় বুধবার বিকেলে ক্লাব কর্তারা নির্ধারিত বৈঠক বাতিল করে দেন । যদিও চিঠির প্রত্যুত্তরের ব্যাপারে লগ্নিকারীর তরফে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি । তবে চুক্তি জটিলতার সমাপ্তির ইঙ্গিত ময়দানের সূত্র মারফত মিলছে ।
লগ্নিকারীর তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার খসড়ার মূল কপি পাঠিয়ে দেওয়া হবে । তারপরে ক্লাবের পদক্ষেপের অপেক্ষা চলবে । পুরো ঘটনাপ্রবাহের দিকে নজর রেখে ময়দান বলছে ইস্টবেঙ্গল ক্লাব এখন কার্যত ডাকঘরে পরিণত হয়েছে । যেখানে ফুটবল খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে চিঠি চালাচালি গুরুত্বপূর্ণ । এদিকে লগ্নিকারী সংস্থার কর্ণধার হরিমোহন বাঙ্গুর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইস্টবেঙ্গল ক্লাবকে তাঁরা চুক্তির খসড়া পাঠিয়ে দিয়েছেন । আর কোনও বদল তারা করবেন না ।