পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal : ইস্টবেঙ্গলকে চুক্তির মূল খসড়া পাঠিয়ে দেবে লগ্নিকারী - শ্রী সিমেন্ট

লগ্নিকারীর তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার খসড়ার মূল কপি পাঠিয়ে দেওয়া হবে । তারপরে ক্লাবের পদক্ষেপের অপেক্ষা চলবে । পুরো ঘটনাপ্রবাহের দিকে নজর রেখে ময়দান বলছে ইস্টবেঙ্গল ক্লাব এখন কার্যত ডাকঘরে পরিণত হয়েছে ।

East Bengal
East Bengal

By

Published : Aug 12, 2021, 6:35 AM IST

কলকাতা, 12 অগস্ট : ইস্টবেঙ্গলের চুক্তি জটিলতার সমাপ্তির আভাস মিলছে ৷ লগ্নিকারী ঠিক করেছে চুক্তির জটিলতার যে শর্তাবলী নিয়ে ক্লাব প্রশ্ন তুলেছে তা দ্রুত দূর করা হবে । এর জন্য খসড়ার মূল কপি পাঠিয়ে দেওয়া হবে ।

নতুন পাঠানো চুক্তি পত্রে ঐক্যমতে পৌঁছানোর শর্তগুলো অনুপস্থিত বলে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে অভিযোগ তোলা হয়েছে । লগ্নিকারীর তরফে এই শর্তের অনুপস্থিতিকে ক্লাব অনিচ্ছাকৃত ভুল বলে ধরে নিয়েছে । এবং ত্রুটি শুধরে ফের চুক্তিপত্র পাঠানোর অনুরোধ করেছে ক্লাব । প্রত্যুত্তরের অপেক্ষায় বুধবার বিকেলে ক্লাব কর্তারা নির্ধারিত বৈঠক বাতিল করে দেন । যদিও চিঠির প্রত্যুত্তরের ব্যাপারে লগ্নিকারীর তরফে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি । তবে চুক্তি জটিলতার সমাপ্তির ইঙ্গিত ময়দানের সূত্র মারফত মিলছে ।

লগ্নিকারীর তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার খসড়ার মূল কপি পাঠিয়ে দেওয়া হবে । তারপরে ক্লাবের পদক্ষেপের অপেক্ষা চলবে । পুরো ঘটনাপ্রবাহের দিকে নজর রেখে ময়দান বলছে ইস্টবেঙ্গল ক্লাব এখন কার্যত ডাকঘরে পরিণত হয়েছে । যেখানে ফুটবল খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে চিঠি চালাচালি গুরুত্বপূর্ণ । এদিকে লগ্নিকারী সংস্থার কর্ণধার হরিমোহন বাঙ্গুর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইস্টবেঙ্গল ক্লাবকে তাঁরা চুক্তির খসড়া পাঠিয়ে দিয়েছেন । আর কোনও বদল তারা করবেন না ।

বর্তমানে চুক্তি বিতর্ক যে জায়গায় পৌঁছেছে তাতে কোণঠাসা কর্তারা । 13 তারিখ ক্লাবে প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিন পালন অনুষ্ঠান । সকালে রক্তদান অনুষ্ঠান রয়েছে । তারপরেই ক্লাব সম্ভবত চুক্তিতে স্বাক্ষর করে দেবে ।

আরও পড়ুন :East Bengal : চুক্তিজট কাটাতে প্রাক্তনীদের সঙ্গে আলোচনায় বাইচুং

চুক্তি স্বাক্ষর না হলে দলগঠন হবে না বলে লগ্নিকারীর তরফে ফের জানিয়ে দেওয়া হয়েছে । হাতে সময় কম ৷ এই অবস্থায় দলগঠন কীভাবে হবে তা বড় প্রশ্ন । মহম্মদ রফিকের মতো কয়েকজন ফুটবলার রয়েছেন । বাকিদের কীভাবে জোগাড় করা হবে তাই নিয়ে চিন্তা রয়েছে । বিদেশি ফুটবলারের যে তালিকা বেছে রাখা হয়েছিল তারাও অন্য ক্লাবে যোগ দিয়ে ফেলেছেন । এই অবস্থায় চুক্তি জট খোলার পরে দলগঠন বড় চ্যালেঞ্জ ।

ABOUT THE AUTHOR

...view details