কলকাতা, 25 মার্চ : চুক্তি জট কাটাতে এবার সরাসরি অবস্থান স্পষ্ট করার পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গলের বিনিয়োগ সংস্থা । গতকাল তারা ক্লাবে চিঠি পাঠিয়েছে । সেখানে জানতে চাওয়া হয়েছে, চূড়ান্ত চুক্তি সম্পাদনের বিষয়ে ক্লাবের অবস্থান ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ।
বিনিয়োগ সংস্থার চেয়ারম্যান হরিমোহন বাঙ্গুর বর্তমানে কলকাতায় । তিনি কোনও রাখঢাক না করে বলেছেন, ক্লাব যদি তার সংস্থার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে তাহলে তা জানিয়ে দিতে পারে । বিকল্প পথ ক্লাবের কাছে থাকলেও তা জানাতে পারে । বিনিয়োগ সংস্থা যে দর কষাকষি করতে রাজি নয় । একটি সঠিক অবস্থান জানতে চায় তারা । কারণ, মউ চুক্তি এবং চূড়ান্ত চুক্তিপত্রে কোনও ফারাক নেই । তাই মউ চুক্তিতে স্বাক্ষর করা সম্ভব হলে চূড়ান্ত স্বাক্ষরে কেন প্রশ্নের জাল তা বুঝতে পারছেন না । এইসব নিয়েই ক্লাবকে চিঠি দিয়েছে লাল হলুদের বিনিয়োগ সংস্থা ।