কলকাতা, 16 অগস্ট : ইস্টবেঙ্গল বনাম লগ্নিকারীর চুক্তি বিতর্ক এখন শেষধাপে । সোমবার সন্ধ্যাবেলায় লাল হলুদের শীর্ষ কর্তার মৌখিক সম্মতির ভিত্তিতে চুক্তির মূল খসড়া ক্লাবে পাঠিয়ে দিল লগ্নিকারী সংস্থা । এখন ক্লাবের কোর্টে বল । তারা কোন দিন কখন স্বাক্ষর করবে তা জানানোর পরে লগ্নিকারীর তরফে আইনি কাগজপত্র তৈরি করার পর্ব শুরু করা হবে ।
লগ্নিকারী সংস্থার তরফে এক কর্তা বলেন, "আমরা যত তাড়াতাড়ি কাগজপত্র পাব তত সময় হাতে পাব । ক্লাবের তরফে স্বাক্ষর করার মৌখিক সম্মতি পাওয়ার পরেই আমরা মূল খসড়া পাঠিয়ে দিয়েছি । এর আগেও মুখে অনেক কিছু বলেছে । তারপর তা রক্ষা করেনি । আশা করব এবার তা হবে না ৷"
ক্লাবের কার্যকরী কমিটির শেষ বৈঠকে চুক্তি বিতর্কে দ্রুত ইতি টানার কথা বলা হয়েছিল । ছোটখাটো বিষয়ের মতভেদ সমস্যা হবে না বলে জানানো হয়েছিল । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বলেছেন, "চুক্তি বিতর্ক চলতি সপ্তাহে মিটে যাবে । মূল খসড়া আসলেই স্বাক্ষর করে দেব ৷ এই ব্যাপারে সম্মতি জানিয়ে দিয়েছি ।"