কলকাতা, 8 মার্চ : নুরজাহান বেগম, অর্চনা মজুমদার ৷ নামগুলো অপরিচিত লাগছে তাই না ৷ কিন্তু যদি বলি মেহতাব হোসেন, দেবজিৎ মজুমদার ৷ কলকাতা ময়দানের এই পরিচিত নামগুলির পিছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, সেই মায়েদের দিন আজ ৷ আন্তর্জাতিক মহিলা দিবসে এই রত্নগর্ভাদের সম্মান জানাল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ ৷
ফুটবল মাঠে ওদের ক্রীড়া নৈপুণ্য দেখে আমরা আপ্লুত হই । রাতারাতি তাঁদের জনমানসে বসিয়ে দিয়ে থাকি । আবার খারাপ পারফরম্যান্সে কড়া সমালোচনায় বিদ্ধ করে ছুড়ে দিতে কার্পণ্য করি না । সেই সব ক্রীড়াবিদদের গড়ে ওঠার পেছনের কারিগর হিসেবে কোচেদের অবদান অনস্বীকার্য । কিন্তু গড়ে ওঠার সলতে পাকানোর প্রথম কাজটি করে থাকেন সেইসব ক্রীড়াবিদদের মায়েরা ।
আরও পড়ুন : খেলোয়াড় তৈরিতে মগ্ন আশির ভারতী
মেহতাব হোসেন, দেবজিৎ মজুমদার, দেবজিৎ ঘোষ, অদ্রিজা সরখেল ৷ আম জনতা এইসব নামগুলোর সঙ্গে পরিচিত । কিন্তু তাদের উঠে আসার পেছনে নুরজাহান বেগম, অর্চনা মজুমদারদের আত্মত্যাগের কথা পেছনেই রয়ে যায় । আর্ন্তজাতিক নারী দিবসে সেই সব মায়েদের 'অনন্যা' সম্মান দেওয়ার আয়োজন করেছিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ । অনুষ্ঠানে ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার । তাঁর স্ত্রীকেও অনন্যা সম্মানে সম্মানিত করা হয়েছে । উপস্থিত ছিলেন প্রয়াত চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী । অতীতে প্রচুর পুরস্কার পেয়েছেন ৷ কিন্তু মঞ্চে দাঁড়িয়ে মায়ের হাতে পুরস্কার তুলে দিয়ে আপ্লুত দেবজিৎ মজুমদার ৷ তিনি বলেছেন, "ভীষণ গর্বের ব্যাপার ৷ আজ যেটুকু হতে পেরেছি তা মায়ের জন্য ৷ সবসময় মায়ের সমর্থন পেয়েছি ৷"
মায়েদের "অনন্যা" সম্মান দেওয়ার আয়োজন করেছিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের শীর্ষকর্তা দেবব্রত সরকার, দেবাশিস দত্ত আইএফএ-র এই আয়োজনের প্রশংসা করেন । আই লিগ সিইও সুনন্দ ধরের মুখেও এই উদ্যোগের প্রশংসা শোনা গিয়েছে । সব মিলিয়ে ক্রীড়াবিদদের নেপথ্য নারীদের সম্মানিত করা হল ।