পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রেরণা নাইটরা, বৃক্ষরোপণ কেরালার সবুজ-মেরুন সমর্থকদের - বৃক্ষরোপণ

আইএসএলে এটিকে মোহনবাগান যতগুলো গোল করবে ততগুলো গাছ পুতবেন 'মেরিনার্স কেরল'-এর সদস্যরা । সেই মতো অভিজিৎ, আলফাসরা কাজ শুরু করে দিয়েছেন ।

Initiative of Tree Plantation by Mohun Bagan Supporters of Kerala
Initiative of Tree Plantation by Mohun Bagan Supporters of Kerala

By

Published : Mar 23, 2021, 8:56 PM IST

কলকাতা, 23 মার্চ : সেভ দ্য ট্রি, সেভ দ্য প্লানেট । গাছ বাঁচিয়ে প্রাণ ও প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগে সামিল হল এটিকে মোহনবাগানের সমর্থকরা । আইএসএলের ফাইনালে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে পরাজিত হয়ে চতুর্থবার ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে প্রিয় ক্লাবের । তীরে এসে তরী ডোবার আক্ষেপ থাকলেও তা সরিয়ে এখন এটিকে মোহনবাগানের সমর্থকরা গাছ লাগাতে নেমে পড়েছেন । এই উদ্যোগ নিয়েছে কেরালার সবুজ মেরুন সমর্থক 'মেরিনার্স কেরল'-এর সদস্যরা ।

আগেই সিদ্ধান্ত হয়েছিল, আইএসএলে এটিকে মোহনবাগান যতগুলো গোল করবে ততগুলো গাছ পুতবেন 'মেরিনার্স কেরল'-এর সদস্যরা । সেই মতো অভিজিৎ, আলফাসরা কাজ শুরু করে দিয়েছেন । গোটা আইএসএলে আন্তেনিও লোপেজ হাবাসের দল 52 টি গোল করেছে । তাই 52টি গাছ লাগানো হচ্ছে । প্রকল্পের নাম স্কোর আ গোল, প্ল্যান্ট আ ট্রি । পৃথিবী এবং প্রকৃতিকে বাঁচাতে এই উদ্যোগ নিয়েছেন মেরিনার্স কেরালার সদস্যরা । শুধু আইএসএল নয়, এএফসি কাপেও রয় কৃষ্ণরা যে কয়টি গোল করবেন ততগুলো গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে এই সবুজ-মেরুন সমর্থকদের ।

আরও পড়ুন:তিরি-অরিন্দমের ভুলে ডুবল নৌকা, চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি

মেরিনার্স কেরলের আলফাস সিদ্দিকী বলেন, আমরা সবরকম ভাল কাজের সঙ্গে যুক্ত হতে চাই । শুধু গাছ লাগানো নয়, আমরা সারাবছর বিভিন্ন কাজ করে থাকি । মেরিনার্স কেরলের সঙ্গে মেরিনার্স বেসক্যাম্পও সাহায্য করে । নতুন ফুটবল প্রতিভার অন্বেষণ এবং তাদের গড়ে তোলার দায়িত্ব নিয়েছি আমরা ৷

আরেক সদস্য অভিজিৎ এম আনন্দন জানিয়েছেন, পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর ভাবনাটা পেয়েছিলাম কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে । ওরা ম্যাচে যতগুলো ছয় হয়েছিল ততগুলো গাছ লাগিয়েছিল । এছাড়াও নানান পরিকল্পনা রয়েছে যা ভবিষ্যতে আমরা করব ।

কেকেআর-এর অন্যতম কর্নধার জুহি চাওলা গাছ লাগানোর পরিকল্পনা করেন গতবার ৷ সেই মতো কাজ হয় । নলবনে সেই উদ্যোগের সূচনা হয়েছিল । অন্যদিকে গোয়ার মাটিতে আইএসএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে গোয়াকে কিছু ফিরিয়ে দিতে চায় মুম্বই সিটি এফসি । ধন্যবাদ গোয়া কর্মসূচি নিয়েছে সের্গেই লোবেরার দলও । তারাও গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে । মোট 195টি বৃক্ষরোপণ করবে তারা । প্রথম পর্বে 15টি বৃক্ষ রোপণ করা হয়েছে ইতিমধ্যে ।

ABOUT THE AUTHOR

...view details