কলকাতা, 23 মার্চ : সেভ দ্য ট্রি, সেভ দ্য প্লানেট । গাছ বাঁচিয়ে প্রাণ ও প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগে সামিল হল এটিকে মোহনবাগানের সমর্থকরা । আইএসএলের ফাইনালে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে পরাজিত হয়ে চতুর্থবার ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে প্রিয় ক্লাবের । তীরে এসে তরী ডোবার আক্ষেপ থাকলেও তা সরিয়ে এখন এটিকে মোহনবাগানের সমর্থকরা গাছ লাগাতে নেমে পড়েছেন । এই উদ্যোগ নিয়েছে কেরালার সবুজ মেরুন সমর্থক 'মেরিনার্স কেরল'-এর সদস্যরা ।
আগেই সিদ্ধান্ত হয়েছিল, আইএসএলে এটিকে মোহনবাগান যতগুলো গোল করবে ততগুলো গাছ পুতবেন 'মেরিনার্স কেরল'-এর সদস্যরা । সেই মতো অভিজিৎ, আলফাসরা কাজ শুরু করে দিয়েছেন । গোটা আইএসএলে আন্তেনিও লোপেজ হাবাসের দল 52 টি গোল করেছে । তাই 52টি গাছ লাগানো হচ্ছে । প্রকল্পের নাম স্কোর আ গোল, প্ল্যান্ট আ ট্রি । পৃথিবী এবং প্রকৃতিকে বাঁচাতে এই উদ্যোগ নিয়েছেন মেরিনার্স কেরালার সদস্যরা । শুধু আইএসএল নয়, এএফসি কাপেও রয় কৃষ্ণরা যে কয়টি গোল করবেন ততগুলো গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে এই সবুজ-মেরুন সমর্থকদের ।
আরও পড়ুন:তিরি-অরিন্দমের ভুলে ডুবল নৌকা, চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি