কলকাতা, 25 জুলাই : IPL-র ঢাকে কাঠি পড়তেই ISL-র সলতে পাকানোর কাজও শুরু হয়ে গেল। কোরোনা ভাইরাসের পরিস্থিতিতে মরুশহরে সম্ভবত IPL হতে চলেছে। ইতিমধ্যে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে পয়সাওয়ালা লিগের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এই অবস্থায় ফুটবল প্রেমীদের কাছে একটাই প্রশ্ন ISL-র বল গড়াবে কবে। এবং নতুন দল হিসেবে ইস্টবেঙ্গলের অর্ন্তভুক্তি ঘটবে কি না ?
দ্রুত ISL-র সূচি প্রকাশ, সম্ভাবনা কমছে ইস্টবেঙ্গলের - ইস্টবেঙ্গলের এবছরের ISL খেলার সম্ভাবনা কম
ইস্টবেঙ্গলের এ বছরের ISL খেলার সম্ভাবনা কম। কারণ ছোট করে প্রতিযোগিতা করতে চাইছে ISL কর্তৃপক্ষ।
নতুন মরসুমে ফুটবল মরসুমে বল গড়ানোর উপর যে নানান নিয়মের বেড়ি থাকবে তা পরিষ্কার। পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন ফেডারেশন এবং FSDL কর্তারা। দেশজুড়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ISL এবার করা সম্ভব নয়। তবে ISL-র ধারাবাহিকতা ধরে রাখতে FSDL ও ফেডারেশন মরিয়া। তার উপর ISL বিশ্বের প্রথম সারির লিগের তকমা পেয়েছে। এই অবস্থায় নতুন মরসুমে যেকোনও মূল্যে ISL করতে চাইছে। সেই কারণে একটি রাজ্যে ISL-র সব ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়া কিংবা কেরলের মধ্যে যেকোনও একটি রাজ্যে আইএসএল হবে। তবে গোয়াতে ISL হওয়ার সম্ভাবনা বেশি। অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ISL-র সূচি প্রকাশ করা হবে। শুক্রবার ISL-র আয়োজকরা আলোচনায় বসেছিলেন। সেখানে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।নতুন দল নেওয়া হবে কি না সেই ব্যাপারে কথা হয়েছে বলে শোনা যাচ্ছে। অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে সূচি ঘোষণা করলেও তাতে ইস্টবেঙ্গলের নাম থাকবে কি না তা বড় প্রশ্ন।
ইস্টবেঙ্গলের এ বছরের ISL খেলার সম্ভাবনা কম। কারণ ছোট কলেবরে প্রতিযোগিতা করতে চাইছে ISL কর্তৃপক্ষ। যদিও ইস্টবেঙ্গলের কর্তারা বিষয়টি একপ্রস্থ কথা বলেছেন। তাতে আশার আলো বিশেষ মিলেছে বলে খবর নেই। ISL-র সূচি দ্রুত প্রকাশের চেষ্টা যেমন হচ্ছে তেমনই ইস্টবেঙ্গলের ISL খেলা অন্তত এই মরসুমে কঠিন হচ্ছে।