মাল (মালদ্বীপ), 14 অক্টোবর : কোচ ইগর স্টিম্যাচ দু'বার হলুদ কার্ড দেখার কারণে 81 মিনিটে লাল কার্ড দেখলেন । কোচ এবং ফুটবলারের একসঙ্গে কার্ড দেখার ঘটনা ভারতীয় ফুটবলে কবে ঘটেছে তা এক লহমায় মনে করা শক্ত । তবে দিনের শেষে ঘটনাবহুল ম্যাচে মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে সাফ কাপের ফাইনালে পা রাখল ভারত । অধিনায়ক সুনীল ছেত্রীর জোড়া গোলের পাশে একটি গোল মনবীর সিংয়ের । মালদ্বীপের হয়ে একমাত্র গোল আসফাকের । এই জয়ের ফলে আগামী শনিবার সাফ কাপের ফাইনালে নেপালের মুখোমুখি হবে ভারত । 1-1 গোলে বাংলাদেশের সঙ্গে ড্র করে খেতাবি লড়াইয়ের শেষধাপে পৌঁছেছে নেপাল । এই নিয়ে 12 বার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অন্তর্দেশীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠলেন সুনীল ছেত্রীরা । শেষ এগারো বারের মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে মেন ইন ব্লু । চারবার রানার্স ।
ফাইনালে পৌঁছাতে হলে জয় ছাড়া অন্য পথ খোলা ছিল না । এই অবস্থায় পাঁচ পয়েন্ট ঝুলিতে নিয়ে তৃতীয় স্থানে থাকা ভারতীয় দল প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে । দলের আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন সেই অধিনায়ক সুনীল ছেত্রী । 26 মিনিটে রাহুল ভেকের ডানদিক থেকে নেওয়া ফ্রি কিকে সুনীল ছেত্রীর হেড পোস্টে লেগে প্রতিহত হয় । 33 মিনিটে প্রথম গোল করে ভারত । ডান দিক থেকে মনবীর সিং কোনাকুনি দৌড়ে অসাধারণ নৈপুণ্যে বল জালে পাঠান সুনীল । তবে পিছিয়ে পড়ে প্রতিপক্ষ ভারতকে চেপে ধরে মালদ্বীপ । ফলশ্রুতিতে 43 মিনিটে হামজা আসফাক পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ।
আরও পড়ুন : KKR Win : 'দিল্লি জয়' করে আইপিএল ফাইনালে চেন্নাইয়ের সামনে কলকাতা