দোহা, ৭ জুন: সুনীল ছেত্রীর জোড়া গোলে প্রাক বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেল ভারত । কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সম্ভাবনা নেই । তবে 2023 সালে চিনে এশিয়া কাপে মূলপর্বে যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশের বিরুদ্ধে জয় জরুরি ছিল । প্রতিপক্ষের প্রতি আক্রমণ নির্ভর ফুটবলকে উড়িয়ে ভারত জয় পেল । যা আদতে সুনীল ছেত্রীর গোল শিকারের মনোভাবের কোলাজ বটে । পঁয়ত্রিশ প্লাস বয়সেও সুনীল দেখালেন তাঁর পরিবর্ত এখনও আসেনি ভারতীয় দলে । আর বয়স সংখ্যা মাত্র । ভারতের পরের খেলা 15 জুন । প্রতিপক্ষ আফগানিস্তান । ক্রমপর্যায়ে এগিয়ে থাকা কাতারের বিরুদ্ধে পরাজিত হলেও ভারতের মরিয়া লড়াই প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু 79 ধাপ পেছনে থাকা বাংলাদেশের বিরুদ্ধে ভারত কেন প্রথম থেকে গুটিয়ে থেকে শুরু করেছিল তার ব্যাখ্যা নেই । দুই প্রতিবেশী দেশের ফুটবল যুদ্ধ সবসময়ই উত্তেজনায় ঠাসা । গত কুড়ি বছর ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পদ্মাপাড়ের দেশ ।
বৃহস্পতিবার দোহায় মূলত প্রতি আক্রমণ নির্ভর ফুটবলে ভর দিয়ে খরা কাটাতে চেয়েছিল বাংলাদেশ । প্রতিপক্ষের রক্ষণাত্মক ফুটবল সত্ত্বেও ইগর স্টিমাচের ছেলেরা সাহসী হতে পারেনি । সুনীল ছেত্রীকে কড়া পাহারায় রেখেছিলেন বাংলাদেশ ডিফেন্ডাররা । মনবীর সিংকে জোনাল মার্কিংয়ে রেখেছিল । আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সিতে ঝলমল করলেও জাতীয় দলের জার্সিতে নজর কাড়তে পারলেন না মনবীর । একঘণ্টা মাঠে রাখার পরে কোচ স্টিমাচ লিস্টন কোলাসোকে নামাতে বাধ্য হন । প্রথমার্ধে চিঙলেনসানার হেড গোল লাইন থেকে ফেরান বাংলাদেশের ডিফেন্ডার ।