পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কাল কিংস কাপে অভিযান শুরু ভারতের, নতুন নজিরের সামনে সুনীল - kings cup

দায়িত্ব নেওয়ার পর ইগর স্টিমাচের প্রথম পরীক্ষা । অন্যদিকে রেকর্ডের সামনে দাঁড়িয়ে সুনীল ছেত্রী ।

kings

By

Published : Jun 4, 2019, 10:33 PM IST

কলকাতা, 4 জুন : ইংল্যান্ডে বিরাট কোহলি বিশ্বকাপ অভিযানে নামার দিনে ফুটবলে কিংস কাপে জয়ের লক্ষ্যে মাঠে নামছেন সুনীল ছেত্রীরা । কুরাকাওয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কিংস কাপে অভিযান শুরু করছে ভারত । থাইল্যান্ডের বুরিরামে প্রথম ম্যাচ খেলার আগে আত্মবিশ্বাসে ফুটছে মেন ইন ব্লু । নবাগত কোচ ইগর স্টিমাচের পাশে বসে অধিনায়ক সুনীল ছেত্রী বলছেন, দলের 23 জন ফুটবলারের মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে । প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ।

কিংস কাপের প্রস্তুতিতে ভারত

কোচ ইগর স্টিমাচ ভারতের দায়িত্ব নেওয়ার পরে প্রথম টুর্নামেন্টে ডাগ আউটে বসবেন । স্বাভাবিকভাবে সাফল্য এনে দেওয়ার তাগিদ তাঁর মধ্যে রয়েছে । প্রথম ম্যাচের আগে স্টিমাচ বলেছেন, তিনি ফুটবলারদের মধ্যে মাঠে নামার তাগিদ লক্ষ্য করেছেন । আশা করছেন ফুটবলাররা সকলেই প্রথম ম্যাচ থেকে নিজেদের খেলা উপভোগ করবে । কিংস কাপের দলে ছয় জন নতুন ফুটবলার রয়েছেন যাঁরা প্রথমবার জাতীয় দলের জার্সি পড়বেন । নতুন ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন মাঠে নামার সুযোগ প্রথম ম্যাচে পাবেন ।

কুরাকাওয়ের বিরুদ্ধে তাঁদের অভিষেক ঘিরে উন্মাদনা দেখে অধিনায়ক সুনীল ছেত্রী নিজেও নস্টালজিক । কিংস কাপে প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন । তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবতে রাজি নন সুনীল ছেত্রী স্বয়ং । যদিও কোচ স্টিমাচ দলের অধিনায়কের কীর্তি নিয়ে উচ্ছ্বসিত । তিনি আশা করছেন অধিনায়ক নিজের সেরাটা নিংড়ে দেবেন ।

প্রতিপক্ষ কুরাকাও দল হিসেবে যথেষ্ট শক্তিশালী । একাধিক ফুটবলার ইউরোপের লিগে খেলেন । তাই লড়াইটা সহজ হবে না বলে মনে করেন স্টিমাচ । তাই ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত সংহতির উপর জোর দেওয়ার কথা ভারতের কোচের মুখে ।

ABOUT THE AUTHOR

...view details