কলকাতা, 4 জুন : ইংল্যান্ডে বিরাট কোহলি বিশ্বকাপ অভিযানে নামার দিনে ফুটবলে কিংস কাপে জয়ের লক্ষ্যে মাঠে নামছেন সুনীল ছেত্রীরা । কুরাকাওয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কিংস কাপে অভিযান শুরু করছে ভারত । থাইল্যান্ডের বুরিরামে প্রথম ম্যাচ খেলার আগে আত্মবিশ্বাসে ফুটছে মেন ইন ব্লু । নবাগত কোচ ইগর স্টিমাচের পাশে বসে অধিনায়ক সুনীল ছেত্রী বলছেন, দলের 23 জন ফুটবলারের মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে । প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ।
কোচ ইগর স্টিমাচ ভারতের দায়িত্ব নেওয়ার পরে প্রথম টুর্নামেন্টে ডাগ আউটে বসবেন । স্বাভাবিকভাবে সাফল্য এনে দেওয়ার তাগিদ তাঁর মধ্যে রয়েছে । প্রথম ম্যাচের আগে স্টিমাচ বলেছেন, তিনি ফুটবলারদের মধ্যে মাঠে নামার তাগিদ লক্ষ্য করেছেন । আশা করছেন ফুটবলাররা সকলেই প্রথম ম্যাচ থেকে নিজেদের খেলা উপভোগ করবে । কিংস কাপের দলে ছয় জন নতুন ফুটবলার রয়েছেন যাঁরা প্রথমবার জাতীয় দলের জার্সি পড়বেন । নতুন ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন মাঠে নামার সুযোগ প্রথম ম্যাচে পাবেন ।