কলকাতা, 7 অক্টোবর : সাফ কাপে বাংলাদেশের বিরুদ্ধে জয় হাতছাড়া হওয়ায় আক্ষেপ ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের ৷ জানালেন, নিজেদের দোষে জয় হাতছাড়া হয়েছে তাঁর দলের ৷ এমনকি ফুটবলাররাও নিজেদের দোষেই যে ম্যাচ হাতছাড়া হয়েছে, তা মেনে নিয়েছেন ৷ প্রতিপক্ষ বাংলাদেশের 10 জনে খেলার সুযোগ নিতে পারেননি সুনীল ছেত্রীরা ৷ এবার সাফ কাপে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ ভারতের থেকে দুর্বল প্রতিপক্ষ হলেও, কোনও অবস্থাতেই শ্রীলঙ্কাকে হালকাভাবে নিতে চান না স্টিমাচ ৷
ইতিমধ্যে, মালের আদ্রতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ফুটবল দলের কাছে ৷ তাই ম্যাচের পরেরদিন ফুটবলারদের মাঠে অনুশীলন করানোর বদলে, জিমে সময় কাটানোর নির্দেশ দিয়েছেন ইগর স্টিমাচ ৷ বুধবার টিম মিটিংয়ে বাংলাদেশ ম্যাচের ভুলত্রুটি নিয়ে আলোচনা করেছেন ইগর স্টিমাচ ৷ জয়ে ফিরে আসতে তাঁর দাওয়াই, ‘‘রক্ষণের উন্নতি করতে হবে ৷ কোনও অবস্থাতেই গোল হজম করা চলবে না ৷ ম্যান মার্কিং খুবই জরুরি ৷ দ্রুত পাস খেলে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হবে ৷’’