পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ind vs Sri Lanka SAAF Cup: বাংলাদেশ ম্যাচের ভুল শুধরে বড় জয়ের লক্ষ্যে ভারত - ভারত বনাম শ্রীলঙ্কা সাফ কাপ

শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় পাওয়ার লক্ষ্যে মাঠে নামতে চান সুনীল ছেত্রীরা ৷ বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের ভুলে জয় হাতছাড়া হয়েছে ভারতের ৷ তাই এবার কোনও খামতি রাখতে চান না ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ ৷

India vs Sri Lanka SAAF Cup Match Preview
বাংলাদেশ ম্যাচের ভুল শুধরে বড় জয়ের লক্ষ্যে ভারত

By

Published : Oct 7, 2021, 12:58 PM IST

কলকাতা, 7 অক্টোবর : সাফ কাপে বাংলাদেশের বিরুদ্ধে জয় হাতছাড়া হওয়ায় আক্ষেপ ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের ৷ জানালেন, নিজেদের দোষে জয় হাতছাড়া হয়েছে তাঁর দলের ৷ এমনকি ফুটবলাররাও নিজেদের দোষেই যে ম্যাচ হাতছাড়া হয়েছে, তা মেনে নিয়েছেন ৷ প্রতিপক্ষ বাংলাদেশের 10 জনে খেলার সুযোগ নিতে পারেননি সুনীল ছেত্রীরা ৷ এবার সাফ কাপে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ ভারতের থেকে দুর্বল প্রতিপক্ষ হলেও, কোনও অবস্থাতেই শ্রীলঙ্কাকে হালকাভাবে নিতে চান না স্টিমাচ ৷

ইতিমধ্যে, মালের আদ্রতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ফুটবল দলের কাছে ৷ তাই ম্যাচের পরেরদিন ফুটবলারদের মাঠে অনুশীলন করানোর বদলে, জিমে সময় কাটানোর নির্দেশ দিয়েছেন ইগর স্টিমাচ ৷ বুধবার টিম মিটিংয়ে বাংলাদেশ ম্যাচের ভুলত্রুটি নিয়ে আলোচনা করেছেন ইগর স্টিমাচ ৷ জয়ে ফিরে আসতে তাঁর দাওয়াই, ‘‘রক্ষণের উন্নতি করতে হবে ৷ কোনও অবস্থাতেই গোল হজম করা চলবে না ৷ ম্যান মার্কিং খুবই জরুরি ৷ দ্রুত পাস খেলে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হবে ৷’’

আরও পড়ুন : Calcutta Football League : ডুরান্ডের ব্যথা ভুলে কলকাতা লিগে জয়ের খোঁজে মহমেডান

অধিনায়ক সুনীল ছেত্রী প্রথম থেকেই গোলের মধ্যে রয়েছেন ৷ ইতিমধ্যে দেশের হয়ে 76টি গোলটি করে ফেলেছেন তিনি ৷ আরেকটি গোল করলে ফুটবল সম্রাট পেলের 77 গোলের রেকর্ড স্পর্শ করবেন সুনীল ৷ ভারত অধিনায়ক নিজে অবশ্য ব্যক্তিগত কীর্তিকে পাত্তা দিতে নারাজ ৷ ব়্যাঙ্কিংয়ে ভারতের থেকে আটানব্বই ধাপ পিছনে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে হয়তো ফুটবল সম্রাটের কীর্তি স্পর্শ করে ফেলবেন সুনীল ৷ সুনীল নিজের গোল সংখ্যা বাড়িয়ে রাখার পক্ষে ৷ তবে শুধু তাঁর উপর নির্ভরতার বদলে বাকিদের গোলের জন্য ঝাঁপাতে বলেছেন ৷ তাই বাংলাদেশের বিরুদ্ধে হওয়া ভুল শুধরে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় চাইছে ভারত ৷

আরও পড়ুন : Football Tournament in Kolkata : আলো, মণ্ডপ, প্রতিমার পর এবার ফুটবল মাঠে লড়াই পুজো কমিটিগুলির

ABOUT THE AUTHOR

...view details