দোহা, 14 জুন : ষোলো বছর ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন, এমন স্বপ্ন দেখেননি । আইএম বিজয়ন, বাইচুং ভুটিয়ার ছায়ায় নিজেকে গড়ে তুলতে চেয়েছিলেন । আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে গোল করার তালিকায় লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাঝে রয়েছেন ৷ কৃতিত্বটা গর্বিত করলেও আত্মতুষ্ট হতে দেয়নি সুনীল ছেত্রীকে । বাংলাদেশের বিরুদ্ধে জয়ের নায়ক মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধেও নিজের ছাপ ফেলতে চান ৷
2022 কাতার বিশ্বকাপে খেলার সুযোগ নেই ৷ তবে এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে ৷ বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করে দেশকে জিতিয়ে সেই সম্ভাবনা উজ্জ্বল করেছেন সুনীল ছেত্রী ৷ তবে ব্যক্তিগত কৃতিত্ব বা গোলের চেয়েও দলের জয় তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ । তাই মঙ্গলবার যেকোনও মূল্যে জয় চাইছেন । প্রাক বিশ্বকাপের খেলা হলেও ভারত-আফগানিস্তান দুই দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব নেই । কারণ কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ নেই। তাই 2023 সালে চিনে এশিয়ান কাপে সরাসরি যোগ্যতা অর্জন পাখির চোখ দুই দলের কাছে ।