পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs Afghanistan : আফগানদের বিরুদ্ধে দ্রুত গোল পেতে চায় সুনীলরা

2022 কাতার বিশ্বকাপে খেলার সুযোগ নেই ৷ তবে এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে ৷ বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করে দেশকে জিতিয়ে সেই সম্ভাবনা উজ্জ্বল করেছেন সুনীল ছেত্রী ৷

india_afganistan
india_afganistan

By

Published : Jun 14, 2021, 10:05 PM IST

দোহা, 14 জুন : ষোলো বছর ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন, এমন স্বপ্ন দেখেননি । আইএম বিজয়ন, বাইচুং ভুটিয়ার ছায়ায় নিজেকে গড়ে তুলতে চেয়েছিলেন । আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে গোল করার তালিকায় লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাঝে রয়েছেন ৷ কৃতিত্বটা গর্বিত করলেও আত্মতুষ্ট হতে দেয়নি সুনীল ছেত্রীকে । বাংলাদেশের বিরুদ্ধে জয়ের নায়ক মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধেও নিজের ছাপ ফেলতে চান ৷

2022 কাতার বিশ্বকাপে খেলার সুযোগ নেই ৷ তবে এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে ৷ বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করে দেশকে জিতিয়ে সেই সম্ভাবনা উজ্জ্বল করেছেন সুনীল ছেত্রী ৷ তবে ব্যক্তিগত কৃতিত্ব বা গোলের চেয়েও দলের জয় তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ । তাই মঙ্গলবার যেকোনও মূল্যে জয় চাইছেন । প্রাক বিশ্বকাপের খেলা হলেও ভারত-আফগানিস্তান দুই দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব নেই । কারণ কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ নেই। তাই 2023 সালে চিনে এশিয়ান কাপে সরাসরি যোগ্যতা অর্জন পাখির চোখ দুই দলের কাছে ।

আরও পড়ুন : UEFA Euro 2020 : ঐতিহ্য আর দক্ষতার মিশেলে মগজাস্ত্রের লড়াই দুই বিশ্বজয়ীর

ইতিমধ্যে বাংলাদেশকে হারিয়ে ভারত ই গ্রুপের প্রথম তিনের মধ্যে ঢুকে পড়েছে । আফগানিস্তানকে হারিয়ে এবার জায়গাটা পাকা করতে চায় ইগর স্টিমাচের দল । কার্ড সমস্যা কাটিয়ে রাহুল ভেকে ফিরছেন । তার প্রত্যাবর্তনে দলের রক্ষণভাগের শক্তি বেড়েছে বলে মানছেন সুনীলদের হেডস্যার । তবে আফগানিস্তান দলটি দ্রুত গতিতে আক্রমণ করতে ভালবাসে । পাশাপাশি রক্ষণেও কড়া ট্যাকেল বরাদ্দ থাকবে ভারতীয় ফুটবলারদের জন্য । তাই আক্রমণ এবং রক্ষণের মধ্যে বোঝাপড়া চাইছেন স্টিমাচ । এখন দেখার বাংলাদেশের বিরুদ্ধে জয়ের রেশ ভারত ধরে রাখতে পারে কি না । কারণ কাতারের বিরুদ্ধে হারলেও মরিয়া লড়াই প্রশংসা কুড়িয়েছিল । বাংলাদেশের বিরুদ্ধে জয় এগারো ম্যাচের খরা কাটিয়ে ছিল । তাই এবার জয়ের অভ্যাস গড়ে তোলার চেষ্টা শুরু করতে চায় স্টিমাচ এবং তার দল ।

ABOUT THE AUTHOR

...view details