মাল(মালদ্বীপ), 11 অক্টোবর : ফুটবল সম্রাট পেলের রেকর্ড স্পর্শ করলেন সুনীল ছেত্রী । দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে 77টি গোল করলেন তিনি ৷ নেপালের বিরুদ্ধে তাঁর একমাত্র গোল ভারতকে চলতি সাফ কাপে প্রথম জয় এনে দিল । সেইসঙ্গে সুনীলকে আর্ন্তজাতিক গোল সংখ্যায় ফুটবল সম্রাটের পাশে বসিয়ে দিল এই ম্যাচ । 83 মিনিটে ব্র্যান্ডন থেকে বল পেয়ে ফারুক তা বাড়িয়ে দিলে গোল করেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী । এই জয়ের ফলে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল ভারত ।
শেষ ম্যাচের তিন পয়েন্ট ভারতীয় দলকে সাফ কাপের ফাইনালে পৌঁছে দিতে পারে । সুনীলের একমাত্র গোলে জয় পাওয়ায় স্বস্তি ভারতীয় শিবিরে । বাংলাদেশের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্স করে ভারত । জোড়া ড্রয়ের ফলে সমালোচনার ঝড় বইতে শুরু করেছিল । তাই সাফ ফাইনালে পৌঁছে যাওয়া নেপালের বিরুদ্ধে জয় পাওয়া আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিলেন অনেকেই । কারণ, একমাস আগে নেপালের বিরুদ্ধে তাদের দেশে আর্ন্তজাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে কার্যত কোনওরকমে মুখরক্ষা করেছিল ভারত । রবিবার সব শঙ্কা সরিয়ে জয় পাওয়ার পর অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, "আমরা প্রতিযোগিতায় টিকে রয়েছি এটাই সবচেয়ে ভাল খবর ।"