মাল (মালদ্বীপ), 14 অক্টোবর : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল সম্রাট পেলে’কে টপকে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷ আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যায় পেলেকে টপকে 4 নম্বরে চলে গেলেন তিনি ৷ গতকাল সাফ কাপের গ্রুপ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে 62 মিনিটে করা প্রথম গোলের পরেই পেলে’র গোল সংখ্যাকে পিছনে ফেলে চার নম্বরে পৌঁছে যান সুনীল ৷ ম্যাচ মোট দু’টি গোল করেছেন সুনীল ৷ সেই সঙ্গে মালদ্বীপকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ৷
বুধবার রাতের ম্যাচে 62 মিনিটে নিজের প্রথম গোলটি করেন সুনীল ৷ তার আগে ভারত ও মালদ্বীপ 1-1 স্কোর লাইনে খেলছিল ৷ সুনীল গোল করার সঙ্গে সঙ্গে পেলেকে পিছনে ফেলে এগিয়ে যান ৷ এতদিন আন্তর্জাতিক গোলের সংখ্যায় ফুটবল সম্রাটের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন ভারত অধিনায়ক ৷ অন্যদিকে, ম্যাচে 71 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুনীল ৷ সেই সঙ্গে ভারতীয় দলকে 3-1 ব্যবধানে এগিয়ে দেন ৷ ম্যাচে ফাইনাল স্কোর লাইনও 3-1 ৷ এই মুহূর্তে সুনীল ছেত্রীর গোলের সংখ্যা 79 ৷ তবে, ম্যাচের ইনজুরি টাইমে 93 মিনিটে লাল কার্ড দেখেন ভারতের ডিফেন্ডার শুভাশিস বসু ৷