দুবাই, 25 অক্টোবর : বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের কাছে প্রথমবার হেরেছে টিম ইন্ডিয়া ৷ রবিবার দুবাইয়ে বিশ্বকাপের ইতিহাসে 13তম সাক্ষাতে লজ্জার হারের মুখোমুখি হয়েছে ভারত ৷ অন্য়দিকে সেই দুবাইয়ের মাটিতেই ইতিহাস ভারতীয় ফুটবল দলের ৷ সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ের ফুজাইরাহ স্টেডিয়ামে ভারতের অনূর্ধ্ব-23 জাতীয় দল এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ 2022 বাছাইপর্বে ওমানকে 2-1 গোলে পরাস্ত করেছে।
আরও পড়ুন : Man United vs Liverpool : সালাহর হ্যাটট্রিকে ঘরের মাঠে লজ্জার রাত রোনাল্ডোদের
ভারতের হয়ে রহিম আলি পেনাল্টিতে প্রথম গোল করেন ৷ দ্বিতীয় গোল আসে বিক্রম প্রতাপ সিংয়ের পা থেকে ৷ ম্যাচের একদম শেষ মুহূর্তে ওয়ালিদ সেলিম গোল করলেও ততক্ষণে ভারতের তিন পয়েন্ট নিশ্চিত হয়ে গিয়েছে । মালদ্বীপে SAFF চ্যাম্পিয়নশিপে সাম্প্রতিক সাফল্যের পর আবার ইগর স্টিমাকের হাত ধরে সাফল্য এল ভারতের ঝুলিতে ৷ 2013 সালে টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো AFC অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ উজবেকিস্তান 2022-এ যোগ্যতা অর্জন করল দল ।
ওমানের বিরুদ্ধে জয়ের পরে, ভারত সমান পয়েন্ট এবং একই গোল পার্থক্য নিয়ে কিরঘিসস্তানের সঙ্গে গ্রুপ ই-এর শীর্ষে রয়েছে ৷ ভারত তাদের পরবর্তী ম্যাচে বুধবার (27 অক্টোবর) ভারতীয় সময় রাত 10টায় একই ভেন্যুতে UAE-এর মুখোমুখি হবে ।
ভারত অনূর্ধ্ব-23 একাদশ : ধীরাজ সিং, আশিস রাই (হরমিপাম রুইভা 71 মি), নরেন্দ্র গেহলট, দীপক টাংরি, আকাশ মিশ্র, বিক্রম প্রতাপ সিং (ব্রাইস মিরান্ডা 71 মি), সুরেশ সিং, জেকসন সিং, রাহুল কেপি, অনিকেত যাদব (অমরজিৎ সিং 60 মি) এবং রহিম আলি।