পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

U-23 Asian Cup Qulaifiers : কিরঘিজদের হারিয়েও পরের রাউন্ডে যাওয়া হল না ধীরজদের

ধীরজের দক্ষতায় কিরঘিজস্তান মাত্র 2টি শট নিশানায় রাখতে সমর্থ হয় ৷ প্রতিযোগিতার নিয়মে দশটি গ্রুপের চ্যাম্পিয়ন দল ছাড়াও সেরা চারটি রানার্স দল পৌঁছবে পরের রাউন্ডে ৷ কিন্তু জিতেও সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ ভারত ৷

U-23 Asian Cup Qulaifiers
কিরঘিজদের হারিয়েও পরের রাউন্ডে যাওয়া হল না ধীরজদের

By

Published : Oct 31, 2021, 2:42 PM IST

দুবাই, 31 অক্টোবর : নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে রবিবার টি-20 বিশ্বকাপে কার্যত 'ডু অর ডাই' যুদ্ধে নামছেন কোহলিরা ৷ ঠিক তার আগেরদিন ভারতের অনুর্ধ্ব-23 ফুটবল দলও নেমেছিল তেমনই এক 'ডু অর ডাই' ম্যাচে ৷ অনুর্ধ্ব-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কিরঘিজস্তানের মুখোমুখি হয়েছিল রহিম আলি-রাহুল কেপিরা ৷ মাস্ট উইন ম্যাচে শক্তিশালী কিরঘিজদের হারিয়েও শেষরক্ষা হল না ভারতের ৷

টাইব্রেকারে কিরঘিজস্তানকে হারালেও গত ম্য়াচে আমিরশাহির কাছে শেষ মুহূর্তে গোল হজমই কাল হল ধীরজদের ৷ দু'টো জয়ে 6 পয়েন্টে শেষ করলেও নিয়মের গেরোয় পরের রাউন্ডে যেতে পারল না ভারত ৷ বিফলে গেল পেনাল্টি শুট-আউটে ধীরজের দুরন্ত লড়াই ৷ এদিন নির্ধারিত সময়ে দুরন্ত লড়েও গোল তুলে নিতে পারেনি আলি-কেপিরা ৷ তবে টাইব্রেকারে পাঁচটির মধ্য়ে চারটি শট নিশানায় রেখে বাজিমাত করে 'মেন ইন ব্লু'৷

আরও পড়ুন : ফিরল এরিকসেনের স্মৃতি, হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে আগুয়েরো

ধীরজের দক্ষতায় কিরঘিজস্তান মাত্র 2টি শট নিশানায় রাখতে সমর্থ হয় ৷ প্রতিযোগিতার নিয়মে দশটি গ্রুপের চ্যাম্পিয়ন দল ছাড়াও সেরা চারটি রানার্স দল পৌঁছবে পরের রাউন্ডে ৷ কিন্তু জিতেও সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details