মাদ্রিদ, 5 অগাস্ট : ফুটবলকে বিদায় ইকার ক্যাসিয়াসের ৷ স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক টানা 16 বছর রিয়াল মাদ্রিদের হয়ে রক্ষণ সামলেছেন ৷ রিয়ালের হয়ে প্রতিনিধিত্ব করেছেন 725টি ম্যাচে ৷ রিয়ালের দীর্ঘ 16 বছরের কেরিয়ারে তিনবার চ্যাম্পিয়ন লিগ ও পাঁচবার জিতেছেন লা লিগা ৷ এছাড়া স্পেনের হয়ে 2010 বিশ্বকাপ উঠেছিল তাঁর হাতে ৷ 2008 ও 2012 সালের ইউরো কাপ জয়েও ইকার ক্যাসিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর 2015 সালে পর্তুগালের পোর্তো FC-তে আসেন ৷ কিন্তু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ৷ তারপর 2019 সালের এপ্রিল মাস পর্যন্ত কোনও ম্যাচ খেলতে পারেননি ৷ গতবছরই তাঁকে কোচিং দলে অর্ন্তভুক্ত করে পোর্তো FC ৷
আরও পড়ুন :- ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট: ফ্রন্ট ফুট নো ডাকবেন তৃতীয় আম্পায়ার
দীর্ঘ 16 বছর জাতীয় দলের হয়ে 167টি ম্যাচ খেলেছিলেন ক্যাসিয়াস ৷ স্পেনের জার্সি পরে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও ছিল তাঁর ঝুলিতে ৷ কিন্তু বর্তমানে তাঁর সেই রেকর্ড ভাঙেন একসময়ের সতীর্থ সার্জিও রামোস ৷ ক্যাসিয়াসের অবসর ঘোষণার পর তাঁর ছবি দিয়ে টুইট করেন তিনি ৷
টুইটে পেশাদার ফুটবল থেকে তাঁর অবসর নেওয়ার কথা জানান ক্যাসিয়াস ৷ লেখেন, ‘‘সবথেকে বড় ব্যাপার হল যে দীর্ঘপথে কাদের সঙ্গে হেঁটে এলাম । এখানে গন্তব্যস্থল গুরুত্বহীন । এই পথে হেঁটে প্রত্যাশিত গন্তব্যস্থানে পৌঁছানো ছিল স্বপ্ন ।’’
আরও পড়ুন :- ফেডারেশনের কাছে আর্থিক সাহায্যের আর্জি আরা এফসির
রিয়ালের ওয়েবসাইটেও ক্যাসিয়াসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘বিশ্ব ও ক্লাব ফুটবলে কিংবদন্তি গোলকিপার ক্যাসিয়াসের দুরন্ত অবদানের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা । রিয়ালের একজন বিশ্বস্ত সৈনিক ছিল ক্যাসিয়াস । সারা জীবন রিয়াল সমর্থকদের হৃদয়েই থাকবেন ক্যাসিয়াস ।’’