পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রথম অঞ্জন মিত্র সম্মান পাচ্ছেন জয়দীপ মুখোপাধ্যায়

গত দেড় বছর ধরে কলকাতা তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য জয়দীপ মুখোপাধ্যায়ের নিরন্তর প্রয়াসকে সম্মান জানাতেই প্রথম অঞ্জন মিত্র সম্মান তাঁর হাতে তুলে দেবে মোহনবাগান ।

By

Published : Jul 28, 2020, 1:39 AM IST

image
জয়দীপ মুখোপাধ্যায়

কলকাতা, 27 জুলাই : এবার মোহনবাগান দিবসে দেওয়া হবে অঞ্জন মিত্র সম্মান । সোমবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠকে এই পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় । প্রথমবারের জন্য সেরা প্রশাসকের সম্মান পাচ্ছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্য়ায় ।

গত দেড় বছর ধরে কলকাতা তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য জয়দীপ মুখোপাধ্যায়ের নিরন্তর প্রয়াসকে সম্মান জানাতেই প্রথম অঞ্জন মিত্র সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হচ্ছে । পেরেন্টস বডির অধীনে থাকা কোনও IFA সচিবকে সেরা প্রশাসক বেছে নিচ্ছে এমন ঘটনা ময়দানে অভিনব । এর আগে ইস্টবেঙ্গল সেরা রেফারিদের পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে । এবার সেরা প্রশাসককে বেছে নিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়ে মোহনবাগান চমক দিল ।

লকডাউনের কঠিন সময়ে মোহনবাগান দিবস ঘটা করে পালন করা হচ্ছে না । তবে রত্ন সম্মান প্রদান করা হচ্ছে । এইবছর মোহনবাগান রত্ন সম্মানে সম্মানিত হবেন কিংবদন্তি হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং এবং বাংলার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দী । রত্ন সম্মান দেওয়ার মঞ্চে জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে হকি তারকা অশোককুমার, প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্য়ায় এবং অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলের হাতে । বর্ষসেরা ফুটবলাররের সম্মান পাচ্ছেন জোসেবা বেইতিয়া । বর্ষসেরা যুব ফুটবলার অনুর্ধ্ব 18 দলের সজল বাগ । সেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হচ্ছে না ।

গত সোমবার মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা আলোচনার পর হকি কিংবদন্তি গুরুবক্স সিংকে রত্ন সম্মানের জন্য বেছে নিয়েছিলেন । বাংলা দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকেও এই বছর মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । তবে অনুষ্ঠান করে পুরস্কার তুলে দেওয়া হবে না, তা নিয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল । 29 জুলাই পুরস্কার প্রাপক যাঁরা শহরে থাকবেন তাঁদের হাতে কার্যকরী কমিটির সদস্যরা পুরস্কার তুলে দেবেন । বর্ষসেরা ফুটবলার জোসেবা বেইতিয়া স্পেনে রয়েছেন ।

মোহনবাগান রত্ন সম্মান পেয়ে খুশি গুরুবক্স সিং স্বয়ং । এর আগে ইস্টবেঙ্গল ক্লাবেও সম্মানিত হয়েছেন । "জীবনের শেষবেলায় এই সম্মান পেয়ে ভালো লাগছে । এই জার্সির জন্য ঘাম রক্ত ঝরিয়েছি । একাধিক বেটন কাপ জয়ী দলের সদস্য । সেই ক্লাব রত্ন সম্মান দিচ্ছে তা ভালো লাগছে" । আগেই বলছিলেন গুরুবক্স । মোহনবাগান রত্ন সম্মান পেয়ে খুশি পলাশ নন্দী। বলছেন, কঠিন সময়ে ভালো খবর । জীবনকৃতি সম্মান পেয়ে খুশি অ্যাথলিট কোচ মনোরঞ্জন পোড়েলও ।

ABOUT THE AUTHOR

...view details