কলকাতা, 20 এপ্রিল : আইএফএ তে তৈরি হওয়া সমস্যার ঘূর্ণাবর্ত সরে ফিরে এল স্বাভাবিকতা । প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের ব্যক্তিত্বের দ্বন্দ্ব এবং তার জেরে সচিবের পদত্যাগ ঘিরে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল । আইএফএ প্রেসিডেন্ট এবং সচিব তাঁদের অবস্থান বদল করাতে তিনসপ্তাহ ধরে চলা এই সমস্যার ঘূর্ণাবর্ত শেষ হল । পিছন থেকে সমস্যা সমাধানে সূত্রধরের ভূমিকা পালন করলেন চেয়ারম্যান সুব্রত দত্ত ।
পদত্যাগ পত্র প্রত্যাহার সচিবের, ডামাডোল মিটল আইএফএর - সচিব জয়দীপ মুখোপাধ্যায়
সোমবার আইএফএ সচিব গভর্নিং বডির সভা ডেকেছিলেন । সেখানে 22 জন সদস্য ছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং সচিব । মিটিংয়ের আগে তিনজনই পদাধিকারী নিজেদের অবস্থান থেকে সরার ইঙ্গিত দিতেই ময়দানে এখন স্বস্তির আবহ তৈরি হয়েই ছিল ।
সোমবার আইএফএ সচিব গভর্নিং বডির সভা ডেকেছিলেন । সেখানে 22 জন সদস্য ছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং সচিব । মিটিংয়ের আগে তিনজনই পদাধিকারী নিজেদের অবস্থান থেকে সরার ইঙ্গিত দিতেই ময়দানে এখন স্বস্তির আবহ তৈরি হয়েই ছিল । তাঁদের এই কাজ সহজ হয় এক ক্লাব কর্তার সক্রিয় ভূমিকা পালনে। তিনি আইএফএ সচিব এবং প্রেসিডেন্টকে একসূত্রে বাঁধেন। যদিও পরিস্থিতি ঘোরালো হয়ে যাচ্ছে বুঝতে পেরে প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,"বাংলার ফুটবলের উন্নতির জন্য যা করা দরকার তা করতে রাজি আছি ।" পদত্যাগী সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে ফোন করে কথা বলার দরকার পড়লে তা করতেও রাজি বলে জানান তিনি । "পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করব। বাংলার ফুটবল উপকার আমার একমাত্র লক্ষ্য," মন্তব্য ছিল আইএফএ প্রেসিডেন্টের। সোমবার গভর্নিং বডির সভায় পদত্যাগ পত্র প্রত্যাহারের দাবি সদস্যদের মধ্যে উঠতেই তা মেনে নেন সচিব ।পাশাপাশি তিন সহসভাপতিকেও পদত্যাগ ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে ।
আরও পড়ুন : ইস্টবেঙ্গলের বারপুজোতেও সেই চুক্তি জটের কাঁটা
আইএফএতে ডামাডোল মিটতেই খুশির হাওয়া । প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় বলেছেন,"ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছিলেন সচিব । তাঁর সেই সমস্যা মিটেছে । তিনি পদত্যাগ পত্র ফিরিয়ে নিয়েছেন । বাংলার ফুটবলের উন্নতির জন্য সচিবের ফিরে আসা জরুরি । এখন সবাই মিলে বাংলার ফুটবলের উন্নতি লক্ষ্য ।" চেয়ারম্যান সুব্রত দত্ত বলেছেন,"সচিব জয়দীপের প্রত্যাবর্তন জরুরি ছিল । তা হওয়াতে খুশি । কাজের স্বাধীনতা নেই এমন কথা আমাদের জানাননি । বলেছিলেন ব্যক্তিগত কারণে পদত্যাগ । সেই সমস্যা দূর হয়েছে । এখন আবার নতুন ভাবে কাজ করতে হবে ।"