কলকাতা, 12 এপ্রিল : আইএফএ-তে ডামাডোল । সচিব জয়দীপ মুখোপাধ্যায়-সহ আরও পাঁচ পদাধিকারী আসছেন না । প্রায় দু’সপ্তাহের কাছাকাছি সময় পদাধিকারীদের অনুপস্থিতিতে স্বাভাবিক ভাবেই রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার অফিসে জল্পনা শুরু হয়েছে । সেই জল্পনা বা ডামাডোল মেটাতে ইতিমধ্যে আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত উদ্যোগ নিয়েছেন ।
মঙ্গলবার জর্জ টেলিগ্রাফ তাঁবুতে আইএফএ চেয়ারম্যানপন্থী ক্লাব কর্তাদের সঙ্গে জরুরি মিটিং রয়েছে । যে মিটিং নিয়ে সুব্রত দত্ত মুখ খুলতে নারাজ । বলছেন, "এমন মিটিংয়ের কথা আমার জানা নেই ।" তাহলে আইএফএর ডামাডোল মিটবে কোন পথে ? "এই অবস্থায় বল আইএফএর প্রেসিডেন্টের কোর্টে । ক্লাব প্রতিনিধিরা এই বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট অজিত বন্দোপাধ্যায়ের সামনে প্রশ্ন তুলতে পারে । নিয়ম বলছে তারপর গভর্নিং বডিতে বিষয়টি আলোচনার জন্য পাঠানো হবে । সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত," বলছেন আইএফএ চেয়ারম্যান ।
পরিস্থিতি এমন অস্বস্তিকর এবং ইগো সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে যেখানে বরফ গলানো কঠিন । কারণ, আইএফএ-তে প্রেসিডেন্ট এবং সচিবের মতপার্থক্য ইস্তফা অবধি গড়িয়েছে, তার নজির গত কুড়ি বছরে নেই । তাই আইএফএ-র চেয়ারম্যান আসরে ।