কলকাতা, 17 জুলাই : চলতি মাসের 23 জুলাই আইএফ-র গভর্নিং বডির সভা । সেই বৈঠকের আগেই কলকাতা লিগে খেলার ব্যাপারে এসসি ইস্টবেঙ্গলকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে । শুক্রবার আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত সহ দুজন সহসভাপতি বৈঠকে বসেছিলেন । সেখানেই 18 অগস্ট থেকে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু করার জন্য কী রূপরেখা তৈরি হবে তা নিয়ে আলোচনা হয় । চোদ্দটি দলের লিগ হলেও ইস্টবেঙ্গলের সম্মতি বা মতামত অংশগ্রহণের ব্যাপারে মেলেনি ।
ক্লাবের লগ্নিকারী সংস্থার সিইও শিবাজী সমাদ্দার ইতিমধ্যে জানিয়েছেন, তাঁদের অভ্যন্তরীণ সমস্যার কারণে লিগে অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া কঠিন । এই অবস্থায় ক্লাব এবং লগ্নিকারীর মধ্যেকার সমস্যা মেটাতে আইএফএ উদ্যোগী হওয়ার আগ্রহ দেখিয়েছিল । কিন্তু ত্রিপাক্ষিক বৈঠকে ক্লাব রাজি থাকলেও লাল হলুদের লগ্নিকারী অরাজি । ফলে জট কাটার চেয়ে জটিল হয়েছে । এই অবস্থায় এসসি ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষার সময়সীমার লক্ষণরেখা টেনে দিল আইএফএ । 23 জুলাইয়ের গভর্নিং বডির বৈঠকের আগে কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারে এসসি ইস্টবেঙ্গলকে তাদের অবস্থান জানাতে হবে । তবে ক্লাব কর্তারা লগ্নিকারীর পাঠানো চুক্তিপত্রে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেওয়ায় ধরে নেওয়া যায় কলকাতা লিগে লাল হলুদ নেই । এবং মাঝের সাতদিনে অবস্থার বদল না হলে লিগের আকর্ষণ ফিকে হয়ে যাবে ৷ তা বলাই যায় ।