পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগ বাতিল, নতুন লিগ জুন মাসে - Joydeep Mukherjee

জুন মাসে কলকাতা লিগের আয়োজনের উদ্যোগ হিসাবে ফুটবলার সই করানোর তারিখ এগিয়ে নিয়ে আসছে আইএফএ । সাধারণত জুন মাসের নয় তারিখ থেকে সই শুরু হয় । এবার তা একমাস এগিয়ে নিয়ে আসা হচ্ছে ।

জয়দীপ মুখোপাধ্যায়
জয়দীপ মুখোপাধ্যায়

By

Published : Feb 26, 2021, 7:41 AM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি : চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগ সরকারিভাবে বাতিল করার কথা জানিয়ে দিল আইএফএ । বৃহস্পতিবার অংশগ্রহণকারী ক্লাবগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় । ছিলেন লিগ সাব কমিটির সদস্যরা । সেখানে গত একবছরে প্যানডেমিকের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় । তারপরেই 2020-21মরসুমের কলকাতা লিগ বাতিলের সিদ্ধান্ত জানানো হয় ।

স্বাধীনতার পরে এই প্রথমবার একটি বল না গড়িয়ে কলকাতা লিগ বাতিল হল । তবে নতুন মরসুমে কলকাতা লিগ শুরু করার উদ্যোগ নিয়েছে আইএফএ । আপাতত ঠিক হয়েছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা লিগ শুরু হবে । ইতিমধ্যে তিন প্রধানের প্রতিনিধিরা এই বৈঠকে থেকে খেলার আগ্রহ প্রকাশ করেছেন । এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । সাবেক ক্লাব কর্তারা নন । এসসি ইস্টবেঙ্গলের প্রতিনিধি বলেছেন তারা এই ব্যাপারে অনভিজ্ঞ । পুরো বিষয়টি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রত্যুত্তর দেওয়া হবে ।

আরও পড়ুন, দ্রুততম 400 টেস্ট উইকেটের তালিকায় তিন ভারতীয়, জানুন কারা


জুন মাসে কলকাতা লিগের আয়োজনের উদ্যোগ হিসাবে ফুটবলার সই করানোর তারিখ এগিয়ে নিয়ে আসছে আইএফএ । সাধারণত জুন মাসের নয় তারিখ থেকে সই শুরু হয় । এবার তা একমাস এগিয়ে নিয়ে আসা হচ্ছে । এটিকে মোহনবাগানের প্রতিনিধি এএফসি কাপের সূচির সঙ্গে কলকাতা লিগের সূচির সংঘাতের কথা বলেছেন । সেক্ষেত্রে তাদের প্রস্তাব জুলাই মাসে লিগ শুরু করা হোক । তবে প্রস্তাব শুনলেও সেই বিষয়ে আশ্বাস দেয়নি আইএফএ ।

এদিকে কলকাতা লিগে বল গড়ানোর আগে প্রথমবার ফুটবল আয়োজনের উদ্যোগ নিয়েছে আইএফএ । কলকাতা প্রিমিয়ার লিগের সবকটি দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে । 16 এপ্রিল থেকে এই ফুটবল প্রতিযোগিতা হবে । লিগ কাম নকআউট পদ্ধতিতে হবে বলে জানিয়েছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details