কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : পরিস্থিতি স্বাভাবিক হলে কাশ্মীরে খেলতে আপত্তি নেই ইস্টবেঙ্গলের। আজ একথা জানালেন দলের ম্যানেজার ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি।
গতকাল কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয় ৪৫ জন CRPF জওয়ানের। এরপরই কাশ্মীরে খেলতে অস্বীকার করে ইস্টবেঙ্গল। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সাংবাদিক বৈঠক করে নিরাপত্তার কারণে খেলতে অস্বীকার করেন। তারবদলে অন্য কোনও শহরে খেলার দাবি জানান তিনি। এই নিয়ে আইলিগের CEO কুশল দাসের কাছে আবেদনও করে।