কলকাতা, 7 নভেম্বর : 26 ডিসেম্বর বক্সিং ডে তে নয়, আই লিগের মূলপর্ব শুরু হবে নতুন বছরের প্রথম সপ্তাহে । শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, জানুয়ারি মাসের 9 তারিখে আই লিগের মূলপর্বের খেলা শুরু হবে । 11টি দল অংশ নেবে এবারের প্রতিযোগিতায় ।
কোভিড পরিস্থিতির মধ্যে যেহেতু খেলার আয়োজন তাই নির্দিষ্ট একটি শহরে আই লিগের মূলপর্বের খেলা হবে । আই লিগ দ্বিতীয় ডিভিশনের মতো আই লিগ মূলপর্বের খেলা কলকাতায় আয়োজিত হবে । এই মরশুমের আই লিগ ভিন্নভাবে হবে । গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান এবং রানার্স ইস্টবেঙ্গলকে এবার খেলতে দেখা যাবে না । দুই প্রধান এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে খেলবে । বাংলার দল হিসেবে আই লিগে প্রতিনিধিত্ব করবে মহমেডান স্পোর্টিং । যোগ্যতা মান পেরিয়ে সাদা কালো ব্রিগেড এবার আই লিগের মূল পর্বে ।