পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আই লিগ ডার্বি 19 জানুয়ারি, ইঙ্গিত ফেডারেশনের - ডার্বি

সরকারিভাবে জানানো না হলেও ফেডারেশন ইঙ্গিত দিয়েছে 19 জানুয়ারি আই লিগের প্রথম ডার্বি হবে

আই লিগ ডার্বি 19 জানুয়ারি, ইঙ্গিত ফেডারেশনের
আই লিগ ডার্বি 19 জানুয়ারি, ইঙ্গিত ফেডারেশনের

By

Published : Dec 21, 2019, 11:19 AM IST

কলকাতা, 21 ডিসেম্বর : 22 ডিসেম্বরের ডার্বি নিরাপত্তার কারণে স্থগিত । ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ফুটবল যুদ্ধ ফের কবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল । সরকারিভাবে জানানো না হলেও ফেডারেশন ইঙ্গিত দিয়েছে 19 জানুয়ারি আই লিগের প্রথম ডার্বি হবে । ফলে দুই দল তাদের গুছিয়ে নেওয়ার জন্যে পর্যাপ্ত সময় পাচ্ছে । আই লিগের প্রথম ডার্বির আয়োজক মোহনবাগান । সাতদিনের মধ্যে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা ও এক ম্যাচ নির্বাসন থেকে মুক্তি হাইমে স্যান্টোস কোলাডোর । বাড়তি হিসেবে পঞ্জাব এফসির দুই বল বয়ের কাছে ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছে ফেডারেশন ।

ট্রাও এফসির বিরুদ্ধে ম্যাচ খেলেননি স্প্যানিশ উইঙ্গার । ফলে ম্যাচ নির্বাসনের সমস্যা ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন তিনি । চার জানুয়ারি ইস্টবেঙ্গল খেলবে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে । ফলে ওই ম্যাচে কোলাডোর খেলার উপর কোনও নিষেধাজ্ঞা রইল না । দলের আক্রমণভাগের শক্তি বাড়াতে ইস্টবেঙ্গল ডানমাওয়াইয়া ও মহম্মদ রফিককে দলে নিতে পারে । 22 ডিসেম্বর থেকে দলকে সম্ভবত বড়দিনের ছুটি দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । ফলে উৎসবের আনন্দে মেতে ওঠার আগে লাল-হলুদ শিবির জুড়ে স্বস্তির হাওয়া ।

কোলাডো নিয়ে ইস্টবেঙ্গলে যখন স্বস্তি তখন চোটের ধাক্কা মোহনবাগানে।স্প্যানিশ মিডিও কলিনাস চোটের জন্যে চলতি আই লিগে আর মাঠে নামতে পারবেন না।ফলে তাকে শুক্রবার ছেড়ে দেওয়া হল । তার বদলে নতুন স্ট্রাইকারের খোঁজে সবুজ মেরুন কর্তারা । গোকুলাম এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন কলিনাস । তাঁকে খেলার পরে স্টেডিয়াম ছাড়তে দেখা গিয়েছিল পায়ের সমস্যা নিয়ে ।পরে চোটের জায়গায় MRI করে দেখা যায় এসিএল ছিড়েছে । যা মরশুমের বাকি কয়েক মাসে সম্ভব নয় ।

মোহনবাগানের পরের খেলা পাঁচ জানুয়ারি শ্রীনগরে । প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর । তার আগে কলিনাসের বদলি নিয়ে আসার চেষ্টায় সবুজ-মেরুন কর্তারা । জানুয়ারিতে খুলছে আই লিগের দলবদলের দ্বিতীয় উইন্ডো।সেই সময় স্ট্রাইকার সালভো চামারোর পরিবর্ত নিয়ে আসার চেষ্টায় মোহনবাগান । সেনেগালের স্ট্রাইকার বাবা দিওয়াড়া নজরে থাকলেও শোনা যাচ্ছে তার অপারেশন হয়েছে । ফলে তাকে মোহনবাগান নেবে না ধরে নেওয়া যায় । স্পেনের জর্জ ওরতি সবুজ মেরুনের নজরে । কলিনাসের চোট কিবু ভিকুনার পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে । এই অবস্থায় লা লিগার ক্লাব সেভিলার প্রাক্তনী জর্জ ওর্তিকে দলে নেওয়ার জন্যে মোহনবাগান উদ্যোগী হয় কি না, সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details