পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL-কে এক নম্বর লিগ না মানার সিদ্ধান্ত আইলিগ ক্লাবগুলির - club officials

FSDL-এর কথা শুনে যদি ফেডারেশন ISL-কে এক নম্বর লিগ করে তাহলে তা মানা হবে না । ঘোষণা আইলিগের ক্লাব জোটের ।

1

By

Published : Jun 25, 2019, 12:52 PM IST

কলকাতা, 25 জুন : ফেডারেশন যদি FSDL-এর অঙ্গুলিহেলনে ISL-কে এক নম্বর লিগ করার সিদ্ধান্ত নেয় তাহলে তা মানা হবে না । নয়াদিল্লিতে নিজেদের মধ্যে বৈঠকের পরে একথা জানাল আইলিগের ক্লাবগুলি ।

গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন, কোয়েস ইস্টবেঙ্গলের চেয়ারম্যান অজিত আইজ়্যাক, মোহনবাগানের পক্ষ থেকে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু ছাড়াও চার্চিল ব্রাদার্স, গোকুলাম FC, নেরোকা FC, আইজ]ল FC-র শীর্ষ কর্তারা ছিলেন ।

সম্প্রতি প্রকাশিত হয় ফেডারেশন ISL-কে দেশের এক নম্বর লিগ করার পরিকল্পনা করছে । বৈঠকে সেই নিয়ে আলোচনা হয় । দেশের ফুটবল নিয়ামক সংস্থার আইলিগের প্রতি এই দুয়োরানি মনোভাবের প্রতিবাদ কীভাবে তা নিয়ে কথা হয় । ক্লাবজোট এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । তাতে বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাক্ষর রয়েছে ।

ক্লাব জোটের তরফে প্রকাশ করা প্রেস বিজ্ঞপ্তি

ক্লাবজোট মনে করে ফেডারেশনকে ব্ল্যাকমেল করে কাজ হাসিল করার চেষ্টা করছে FSDL । এবং তা করতে গিয়ে প্রাপ্য অর্থ বকেয়া রেখে হাতে ও ভাতে মারার চেষ্টা চলছে । FSDL ISL-কে দেশের সেরা লিগ দেখতে চায় । ক্লাব জোট জানিয়েছে 1996 সাল থেকে আইলিগ দেশের এক নম্বর লিগ । আইলিগের সামগ্রিক পারফরম্যান্সের কারণেই ভারতীয় ফুটবল বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ।

অন্যদিকে ক্লাবজোট কেন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে দাঁড়িয়ে নিজেদের অবস্থান নিচ্ছে তা বুঝতে পারছে না ফেডারেশন । FSDL অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলায় না বলে কর্তারা জানিয়েছেন । তবে ISL ও আইলিগের অবস্থান কোন পথে তা নিয়ে যে দুপক্ষই যে ঘুঁটি সাজাচ্ছে তা পরিষ্কার ।

ABOUT THE AUTHOR

...view details