কলকাতা, 3 জানুয়ারি :করোনার হানায় ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে আই লিগ (I-League 2021-22) । চলতি মরশুমে কলকাতায় হচ্ছে টুর্নামেন্ট ৷ শহরের বিভিন্ন হোটেলে বায়ো বাবলে রয়েছেন ফুটবলাররা ৷ তার মাঝেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার-স্টাফ ৷ ফলে লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ (All India Football Federation) ।
করোনার দাপট বেড়েছে । টানা 6 দিন রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে ৷ ফলে লিগ সাময়িকভাবে স্থগিত রাখার পথে হাঁটল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে এবং অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আলোচনা করে টুর্নামেন্ট ছয় সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ (I League 2021 22 suspended for 6 weeks) । চার সপ্তাহের মাথায় ফের রিভিউ মিটিংয়ে বসবেন কর্তারা ৷
এআইএফএফ-এর স্পোর্টস মেডিক্যাল কমিটির সদস্য ডঃ হর্ষ মহাজন বলেন, ‘‘ওমিক্রন ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়লেও কিন্তু গ্রাফটা দ্রুত নিচে নেমে আসে । যদিও আমাদের সরকারী নিয়মকানুন এবং নীতিগুলিও বিবেচনা করতে হবে ৷’’